নয়াদিল্লি: রাজ্যসভায় পুনরায় নির্বাচিত হতে চান না সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।


আগামী অগাস্টে শেষ হচ্ছে ইয়েচুরির দ্বিতীয় মেয়াদ। তিনি জানান, দলের নীতি কোনও নেতাকে দুবারের বেশি রাজ্যসভায় নির্বাচিত হওয়ার অনুমতি দেয় না।


তিনি বলেন, এটা আমাদের দলের নিয়ম। দলের সাধারণ সম্পাদক হিসেবে নেই নিয়ম মানা আমার কর্তব্য। তাই তৃতীয়বারের জন্য লড়াই করব না।


বাম সূত্রে খবর, ইয়েচুরিকে সমর্থনের কথা ইতিমধ্যেই জানিয়ে রেখেছে কংগ্রেস। কারণ, কংগ্রেসের মতে, রাজ্যসভায় বিরোধীদের মধ্যে অন্যতম সুবক্তা হিসেবে খ্যাতি আছে ইয়েচুরির।


২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে বিশ্রী পরাজয়ের পর সিপিএমের বর্তমান বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৬। ফলে, নিজেদের দমে কাউকে রাজ্যসভায় পাঠাতে পারবে না সিপিএম।


অন্যদিকে, কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৪৪। তাই তারা ইয়েচুরিকে সমর্থন করে রাজ্যসভায় ফের পাঠানোর ইচ্ছাপ্রকাশ করেছে। যদিও, সিপিএমের আরেক নেতা জানান, নিয়ম আছে ঠিকই। তবে, তা বাধ্যতামূলক নয়।