নয়াদিল্লি: ‘অচ্ছে দিন’ আসবে কবে? এই প্রশ্ন অনেকেই করছেন। কিন্তু এবার এই প্রশ্ন করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরাগী তথা দেশের অন্যতম সেরা কমেডিয়ান কপিল শর্মা। তাঁর কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছে অভিযোগ করে কপিল শর্মা প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, এটাই কি আপনার ‘অচ্ছে দিন’?
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মোদীকে ট্যাগ করে কপিল শর্মা ট্যুইট করে বলেন, গত পাঁচ বছরে ১৫ কোটি টাকা তিনি কর দিয়েছেন। কিন্তু তাঁর কাছ থেকেই বম্বে মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি)-র কয়েকজন আধিকারিক অফিস খোলার অনুমতি দেওয়ার জন্য ৫ লক্ষ টাকা ঘুষ চেয়েছেন। এরপরের ট্যুইটেই প্রধানমন্ত্রীর কাছে তাঁর প্রশ্ন, এটাই কি আপনার ‘অচ্ছে দিন’?



কপিল শর্মার ট্যুইট দ্রুত রিটুইট হতে থাকে।
এই অভিযোগের পর বিএমসি-র পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে। বিএমসি বলেছে, যে আধিকারিকরা ঘুষ চেয়েছেন, তাঁদের নাম কপিল শর্মা জানালে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
কপিল শর্মার ঘুষের অভিযোগ সম্পর্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তিনি এমসি, বিএমসি-কে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, দোষীরা কোনওভাবেই রেহাই পাবে না।
উল্লেখ্য, জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’-এর সঞ্চালক কপিল শর্মা। এই শো-এর মাধ্যমে দর্শকদের কাছে তিনি বিপুল জনপ্রিয়।  তাঁর বেতনের পরিমাণ সম্প্রতি অনেকের চোখ কপালে তুলে দিয়েছিল। জানা গেছে, শো-এর প্রতি পর্বের জন্য তিনি ৬০ লক্ষ টাকা পান। অর্থাত্ তাঁর মাসে আয় ৫ কোটি টাকা।