নয়াদিল্লি: এবার জম্মু কাশ্মীরে পতঞ্জলির কারখানা খোলার কথা ভাবছেন যোগগুরু রামদেব। এ জন্য ও রাজ্যে জমি খুঁজছেন তিনি। এর ফলে কাশ্মীরী যুবকদের কর্মসংস্থান হবে বলে তিনি মন্তব্য করেছেন।

রামদেবের কথায়, যে যোগে পারঙ্গম হয়েছে, সে কখনও সন্ত্রাসবাদী হতে পারে না। ইতিহাসে এর কোনও নজির নেই। তাঁর কথায়, কাশ্মীরের ছেলেমেয়েদের সব ধর্মের ভাল জিনিস শেখানো উচিত, এর ফলে সব ধর্মাবলম্বীর মধ্যে শান্তি ও সহাবস্থান বজায় থাকবে।

তাঁর কথায়, সব সমস্যার উপশম আছে যোগে। যারা উপত্যকায় অশান্তি তৈরির ফিকির খোঁজে, যোগ তাদের চিন্তা পাল্টে দিতে পারে।

রামদেব জানিয়েছেন, কাশ্মীরে ১৫০ একর জমি অধিগ্রহণ করতে চলেছে তাঁর সংস্থা পতঞ্জলি। কারখানা খুললে স্থানীয় যুব সম্প্রদায়ের কর্মসংস্থান হবে।

রামদেব বলেছেন, ভারতের উচিত যাবতীয় চিনা পণ্য বয়কট করা। দেখা যাচ্ছে, দেবদেবীর মূর্তিও আসছে চিন থেকে। যেহেতু চিন পাকিস্তানকে সমর্থন করে, তাই ভারতের উচিত চিনা জিনিস কেনাকাটা বন্ধ করে দেওয়া। পাক অধিকৃত কাশ্মীর দখলে এনে বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করার জন্যও কেন্দ্রকে অনুরোধ করেছেন তিনি।