সবকিছুর ঊর্ধ্বে যোগাভ্যাস, পৌঁছে দিতে হবে সমাজের সর্বস্তরের মানুষের কাছে: মোদি

শুক্রবার ছিল পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষ্যে রাঁচির প্রভাত তারা প্রাঙ্গনে প্রায় ৪০ হাজার উৎসাহী মানুষের সঙ্গে বিভিন্ন আসন করেন মোদি।

Continues below advertisement

রাঁচি, নাগপুর, রোহতক ও নয়াদিল্লি: সবকিছুর ঊর্ধ্বে যোগাভ্যাস। যোগব্যায়ামের হল জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। বিশ্ব যোগ দিবসের দিন এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে যোগকে পৌঁছে দেওয়ার বার্তা দেন তিনি। শুক্রবার ছিল পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষ্যে রাঁচির প্রভাত তারা প্রাঙ্গনে প্রায় ৪০ হাজার উৎসাহী মানুষের সঙ্গে বিভিন্ন আসন করেন মোদি। তিনি সকলকে অনুরোধ করেন, যোগব্যায়ামকে জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গড়ে তুলতে। প্রধানমন্ত্রী বলেন, শহরের সীমানা ছাড়িয়ে যোগব্যায়ামকে গ্রাম ও উপজাতি অঞ্চলে ছড়িয়ে দিতে প্রচেষ্টা করা উচিত। যোগ হল যে কোনও ধর্ম, জাত, বর্ণ ও অঞ্চলের ঊর্ধ্বে। এটা সবকিছুর ঊর্ধ্বে। মোদি আরও বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে যোগব্যায়াম বজায় রয়েছে এবং ক্রমাগত তা উন্নত হয়ে চলেছে। যোগব্যায়ামের সত্তা আজও অটূট। যোগব্যায়াম হল জ্ঞান, কর্ম ও ভক্তি এক অনন্য মিশ্রণ। প্রধানমন্ত্রী যখন ঝাড়খণ্ডে, তখন হরিয়ানার রোহতকে এদিন যোগাসন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যোগব্যায়ামকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া এবং ক্রমাগত প্রচারের মাধ্যমে দুনিয়াব্যাপী জনপ্রিয় করার জন্য তিনি মোদিকে সাধুবাদ দেন। শাহ বলেন, মোদির নিরন্তর প্রচেষ্টার ফলস্বরূপ যোগব্যায়ামের প্রাচীন শিল্প এখন বিশ্বব্যাপী দেশের সংস্কৃতির দূত হিসেবে উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, যোগব্যায়ামের মাধ্যমে দেশের সংস্কৃতির প্রচার হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ভারতীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়েছেন। ভারতীয় সংস্কৃতির প্রসারে যোগব্যায়াম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে যোগদিবসের অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাজধানীতে যোগ দিবস পালন করেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। এছাড়া, যোগদিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। দিল্লিতে সাংসদ ও সংসদ ভবনের কর্মীদের নিয়ে যোগব্যায়াম করেন লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা। অন্যদিকে, দিল্লিতে দলীয় কার্যালয়ের কাছে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। দিল্লিতে যোগদিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এছাড়া, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর থেকে শুরু করে মীনাক্ষি লেখি, পীযূষ গয়াল, হর্ষবর্ধন, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল সকলেই বিশ্ব যোগ দিবস ধুমধামের সঙ্গে পালন করেন।

Continues below advertisement
Sponsored Links by Taboola