মুজফফরপুর: যোগী আদিত্যনাথের পক্ষ নিয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে তোপ গিরিরাজ সিংহের। বললেন, যোগী আদিত্যনাথ একজন প্রকৃত সন্ন্যাসী, কেবলমাত্র গেরুয়া বসনধারী নন।’
শনিবার কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে লখনউে দলের সাধারণ সম্পাদক (পূর্ব উত্তরপ্রদেশ) প্রিয়ঙ্কা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর গেরুয়া বসনকে কটাক্ষ করে বলেন, হিন্দু ধর্মের প্রতীক গেরুয়া। তাতে প্রতিশোধ, হিংসা এবং শত্রুতার কোনও জায়গা নেই। তাই শুধু গেরুয়া পরলেই হয় না, আগে ধর্ম পালন শিখতে হয়। তিনি আরও বলেন, ‘হিন্দু ধর্মে হিংসা, বিদ্বেষ, বদলার ভাবনার কোনও জায়গা নেই। আদিত্যনাথ জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছেন।
সম্প্রতি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনে হিংসা, অশান্তির আবহে সরকারি সম্পত্তি ভাঙচুর হওয়ার মোকাবিলায় আদিত্যনাথ বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, দোষীদের কাছ থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে বলে ঘোষণা করেছেন। এই পরিপ্রেক্ষিতেই প্রিয়ঙ্কা কটাক্ষ করেন আদিত্যনাথকে।
মঙ্গলবার প্রিয়ঙ্কার কটাক্ষের জবাবে গিরিরাজ বলেছেন, যোগী আদিত্যনাথ সন্ন্যাসীদের পদাঙ্ক অনুসরণ করেছেন। তিনি ঐতিহ্য মেনে চলেন। তিনি শুধু গেরুয়া বসনধারী নন। গেরুয়া রং ভারতের আত্মার সঙ্গে যুক্ত, যে কেউ চাইলেই তার সঙ্গে একাত্ম হতে পারে না বলেও মন্তব্য করেন গিরিরাজ।
গিরিরাজ কংগ্রেসকেও আক্রমন করে অভিযোগ করেন, ওরা গেরুয়া রংকে সন্ত্রাসবাদের প্রতীক হিসাবে প্রচার করছে। বলেন, সমাজকে পথ দেখানোই হল সনাতনী প্রথা। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মানুষকে পথ দেখাচ্ছেন মাত্র। ভবিষ্যতে মানুষ গেরুয়াকে কংগ্রেসের কলঙ্কিত করার এই প্রচেষ্টাকে মনে রাখবে।
আদিত্যনাথ প্রকৃত সন্ন্যাসী, কেবলমাত্র গেরুয়া বসনধারী নন, প্রিয়ঙ্কাকে পাল্টা গিরিরাজের
Web Deask, ABP Ananda
Updated at:
31 Dec 2019 01:00 PM (IST)
প্রিয়ঙ্কার মন্তব্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গিরিরাজ বলেছেন, ‘যোগী আদিত্যনাথ সন্ন্যাসীদের পদাঙ্ক অনুসরণ করেছেন। গেরুয়া ভারতের আত্মার সঙ্গে যুক্ত। যে কেউ চাইলেই এর সঙ্গে একাত্ম হতে পারে না।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -