লখনউ: অখিলেশ সিংহ যাদবের ছবি দেওয়া স্কুলব্যাগ বিলিতে ছাড়পত্র উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশের ছবি আঁকা প্রায় ৩৫ হাজার স্কুলব্যাগ সমাজবাদী সরকারের ক্ষমতায় থাকাকালেই তৈরি হয়েছিল। গত মার্চে বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টিকে হারিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে বিজেপি। এই অবস্থায় ওই ব্যাগগুলিই স্কুল পড়ুয়াদের মধ্যে দ্রুত বিলির ছাড়পত্র দিয়েছেন। এক্ষেত্রে রাজনৈতিক ‘ইগো’-র থেকে আর্থিক বিচক্ষণতাকেই মুখ্যমন্ত্রী অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন আধিকারিকরা। কারণ, ওই অখিলেশের ছবি বাদ দিতে গেলে ব্যাগ বিলির প্রক্রিয়াটাই পিছিয়ে যাবে। সেইসঙ্গে সরকারের বাড়তি অর্থও খরচ হবে। তাই প্রতিদ্বন্দ্বীর ছবি সম্বলিত ব্যাগ বিলিতেও আপত্তি নেই যোগীর।
সূত্রের খবর, ওই স্কুলব্যাগগুলি বিলি হয়ে যাওয়ার পরের দফায় যেগুলি দেওয়া হবে সেগুলিতে কোনও ছবি থাকবে না। শুধু লেখা থাকবে, মুখ্যমন্ত্রী যোজনা বা উত্তরপ্রদেশ যোজনা।
রাজ্যে বিধানসভা ভোটের আগে অখিলেশ সরকার সমাজবাদী যোজনা নাম দিয়ে স্কুলপড়ুয়াদের মধ্যে ব্যাগ বিলির প্রকল্পের কথা জানিয়েছিল। ব্যাগগুলিতে অখিলেশের ছবি ছাপা হয়।
প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য ১.৮ কোটি ব্যাগ তৈরির অনুমোদন মেলে।ওই স্কুলব্যাগগুলি বিলি হওয়ার মাঝপথেই আদর্শ নির্বাচন বিধি বলবত্ হয়। ফলে বহু ব্যাগ জেলা শিক্ষা দফতরগুলিতে জমা থেকে যায়। ওই ব্যাগগুলি নিয়ে সরকারের নির্দেশের অপেক্ষায় ছিলেন জেলা শিক্ষা আধিকারিকরা।
অখিলেশের ছবি আঁকা স্কুলব্যাগ বিলিতে ছাড়পত্র আদিত্যনাথের
ABP Ananda, web desk
Updated at:
02 May 2017 02:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -