সূত্রের খবর, আজ উত্তরপ্রদেশের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী অ্যানেক্স বিল্ডিংয়ের প্রত্যেকটি তলে গিয়ে, সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করেন। তখনই তাঁর নজরে আসে ওই বাড়ির বিভিন্ন দেওয়ালে পান মশলা, গুটখার দাগ। এরপরই পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে তিনি সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে নয়া এই নির্দেশিকা জারি করেন। আজ এই সফরের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।
এছাড়া রাজ্যের প্রশাসনিক সদর দফতর লালবাহাদুর শাস্ত্রী ভবনের পরিবেশ দূষণমুক্ত ও পরিষ্কার রাখতে প্লাস্টিক ব্যবহার করতেও বারণ করেছেন আদিত্যনাথ।
এদিকে আজই বিজেপির ইস্তেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে আদিত্যনাথ একটি অন্য নির্দেশিকায় বলেন, শীঘ্রই রাজ্যের বিভিন্ন কষাইখানা বন্ধ করে দেওয়া হবে। তবে কোন কষাইখানা সেবিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। এমনকি গরু পাচার রুখতে সবধরনের জরুরি পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দিয়েছেন।