লখনউ: বিয়ার বারের ফিতে কেটে বিতর্কে জড়িয়েছেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের কৃষি বিষয়ক রাজ্য মন্ত্রী স্বাতী সিংহ। যেখানে রাজ্যজুড়ে মহিলারা মদের দোকানের বিরুদ্ধে আন্দোলন করছেন, সেখানে তিনি মন্ত্রী হয়ে কী করে বিয়ার বার উদ্বোধন করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। লখনউয়ের গোমতীনগরে ২০ তারিখ খোলা হয়েছে এই বিয়ার বার। স্বাতী সিংহের তার ফিতে কাটার ছবি এতদিনে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্বাতী অবশ্য বলেছেন, বার নয়, রেস্তোঁরার উদ্বোধন করেছেন তিনি। রেস্তোঁরাটি তাঁর দেবরের স্ত্রীর বান্ধবীর, তাই তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। বার খোলার জন্য রেস্তোঁরাটি লাইসেন্স নেয়নি, এ নিয়ে মিথ্যে জলঘোলা হচ্ছে বলে তাঁর দাবি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ব্যাপারে স্বাতীর কৈফিয়ত চেয়েছেন। আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলায় মদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। এই সব আন্দোলনের নেতৃত্বে রয়েছেন মহিলারা।