লখনউ: কংগ্রেসের কাজই হল বিভাজন। প্রথমে দেশ ভাগ করেছে ওরা। স্বাধীনতার পর জাতি, ক্ষেত্র, ভাষা, মত ও ধর্মের ভিত্তিতে সমাজকে ভাগ করেছে। আর এখন পৈতেধারী ও পৈতেহীনের মধ্যেও বিভাজনের চেষ্টা করছে। উত্তরপ্রদেশে ১৬টি পুরনিগমের মধ্যে ১৪টিই জিতে এ কথা বললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এবিপি আনন্দকে যোগী বলেছেন, গুজরাতে বিজেপির পথ আটকাতে পারে এমন কেউ নেই। গুজরাত গোটা দেশের সামনেই উন্নয়নের মডেল। সে রাজ্যের মানুষ কখনও পরিবারবাদ ও জাতিবাদকে স্বীকার করবে না। কংগ্রেসের সহ সভাপতির কড়া সমালোচনা করে তাঁর মন্তব্য, এতদিনে রাহুল গাঁধীর মন্দিরের কথা মনে পড়েছে।

পুরভোটে জয়ের কৃতিত্ব তিনি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকে। তাঁর কথায়, পরিবাদবাদ ও জাতিবাদ উত্তরপ্রদেশকে পিছে ফেলছিল, মোদী ও শাহ রাজ্যবাসীকে তার থেকে মুক্তি দিয়েছেন। নিজেকে প্রধানমন্ত্রীর সেপাই বলে ব্যাখ্যা করে তাঁর মন্তব্য, প্রধানমন্ত্রীর আর্থিক সংস্কারে জনতা সিলমোহর দিয়েছেন। ফলে তাঁদের দায়িত্বও অনেক বেড়ে গিয়েছে।

দেখুন তাঁর সাক্ষাৎকার