লখনউ: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়ায় এবার দলিত ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ চাইলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর এই দাবির বিরোধিতা করে ছাত্র সংগঠনগুলি মন্তব্য করেছে, যোগী আইন জানেন না।

সাম্প্রতিক কালে বিজেপিকে বারবার দলিত বিরোধী আখ্যা দিয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে গতকাল রাজ্যের মন্ত্রী অর্চনা পাণ্ডের বাবার বাৎসরিক উপলক্ষ্যে কনৌজ গিয়েছিলেন যোগী। সেখানেই আলিগড় ও জামিয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই দুই প্রতিষ্ঠানে দলিতদের সংরক্ষণ দেওয়া উচিত। তাঁর প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে যদি দলিত সংরক্ষণ থাকতে পারে, তবে আলিগড়, জামিয়া বাদ যাবে কেন। যাঁরা দলিতদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলছেন, তাঁদের উচিত এই দুই প্রতিষ্ঠানে দলিত সংরক্ষণ সমর্থন করা।

তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকারের প্রকল্পে কোনও বৈষম্য নেই, জাতপাত নির্বিশেষে তার সুবিধে সকলে নিতে পারেন।

যোগীর বয়ানের পরেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন মন্তব্য করে, যোগী আইন জানেন না। আলিগড় ও জামিয়া ধর্মীয় সংখ্যালঘু প্রতিষ্ঠান, তাদের নিজেদের আইন তৈরির অধিকার রয়েছে। আলিগড় কর্তৃপক্ষও দাবি করে, ধর্মের ভিত্তিতে তারা আপাতত সংরক্ষণ দিচ্ছে না।

কেন্দ্রীয় সাহায্যে চলা এএমইউ কী করে সংখ্যালঘু প্রতিষ্ঠান হয়, তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে।