লখনউ: যদি ইদের সময় রাস্তায় নমাজ পড়া বন্ধ না করতে পারেন তাহলে থানাগুলিতেও জন্মাষ্টমী পালন বন্ধ করার অধিকার তাঁর নেই। এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

পূর্বতন সমাজবাদী সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, যারা নিজেদের যদুবংশীয় বলে দাবি করে তারা থানায় জন্মাষ্টমী পালন নিষিদ্ধ করে দিয়েছিল। আদিত্যনাথের দাবি, প্রার্থনা ও কীর্তন পুলিশ বাহিনীতে উন্নতি আনতে সক্ষম।

একইসঙ্গে কানওয়ার যাত্রা (শিবভক্তদের বার্ষিক তীর্থযাত্রা)-র সময় মাইক, ডিজে ও মিউজিক সিস্টেম নিষিদ্ধ করার বিষয়টি নিয়েও মুখ খুলেছেন আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী  বলেছেন, যে সরকারি আধিকারিকরা এই নিষেধাজ্ঞা জারি করেছেন, তাঁদের তিনি বলেন, সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানেই যাতে মাইকের ব্যবহার নিষিদ্ধ হয়, তা নিশ্চিত করতে হবে। কোনও ধর্মস্থান চত্বরের বাইরে যেন আওয়াজ না যায়। আদিত্যনাথ বলেছেন, তিনি প্রশাসনের কাছে জানতে চেয়েছেন, এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা কি সম্ভব?যদি তা না সম্ভব হয়, তাহলে কাওয়ার যাত্রাও যেমন হত সেভাবেই হবে।

একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন আদিত্যনাথ। অনুষ্ঠানে হাজির ছিলেন আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবালে।

মুখ্যমন্ত্রী বলেছেন, কানওয়ার যাত্রায় মাইক ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জানতে পারেন। সাড়ম্বরে মাইক, ডিজে বাজিয়ে কানওয়ার যাত্রার পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। তিনি  বলেছেন, ‘আমি বলেছিলাম, এটা কানওয়ার যাত্রা, না শবযাত্রা? কানওয়ার যাত্রায় বাজনা বাজবে না, ডমরু বাজবে না, ঢোল বাজবে না, চিমটে বাজবে না, লোকজন নাচবে না, গাইবে না, তাহলে কানওয়ার যাত্রা কীভাবে হবে?’

আরএসএসের তাত্ত্বিক নেতা দীনদয়াল উপাধ্যায়কে উদ্ধৃত করে আদিত্যনাথ বলেছেন, প্রত্যেক গ্রাম ও শহরে গণেশ উত্সব পালনে কারুর বাধা দেওয়া উচিত নয়।

তিনি বলেছেন, অন্ত্যোদয়ের জন্য দীনয়াল পাঁচদশক আগে যে চিন্তাভাবনা করেছিলেন, সেগুলি সামনে রেখেই রাজ্য ও কেন্দ্রের সরকার চলছে। অন্ত্যোদয় দেশ, বিশ্বের বিভিন্ন সমস্যার সঙ্গে যুক্ত, যা দেশ, কাল সমস্ত পরিস্থিতিতেই শাশ্বত বলেও আদিত্যনাথ মন্তব্য করেছেন।