গোরক্ষপুর: গোরক্ষপুরে গোরক্ষনাথ মন্দিরের সামনে গায়ে পেট্রোল ঢাললেন ১জন। তাঁর দাবি, রাজ্য সরকারকে তাঁর ঋণ মকুব করতে হবে। তবে তাঁর কোনও বিপদ হয়নি। স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

গোরক্ষনাথ মন্দিরের মহন্ত ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের শাসনভার গ্রহণের পর এই প্রথম মন্দিরে এসেছেন। মন্দিরেই নিজের ঘরে রয়েছেন তিনি। এক ব্যক্তি আজ মন্দিরের সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। তাঁর বক্তব্য, চিকিৎসার জন্য ঋণ নিতে হয়েছিল তাঁকে। সেই ঋণ মকুব করতে হবে। গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেন তিনি। কিন্তু স্থানীয় মানুষ আটকে দেওয়ায় কোনও বিপদ ঘটেনি। পরে পুলিশ আটক করে তাঁকে।

তবে যোগী আদিত্যনাথ এই ব্যক্তির ব্যাপারে জানতে পেরেছেন কিনা পরিষ্কার নয়।

রাজ্য সরকার এখনও কৃষিঋণ মকুবের কোনও সিদ্ধান্ত না নেওয়ায় সমালোচনা শুরু করেছে বিরোধীরা। বিজেপি ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে তারা কৃষকদের ঋণ মকুব করে দেবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই নেওয়া হবে এ ব্যাপারে সিদ্ধান্ত। কিন্তু প্রথম বৈঠকে প্রতিশ্রুতিমত অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন ও বেআইনি কসাইখানা বন্ধের ব্যাপারে পদক্ষেপ হলেও ঋণ মকুব নিয়ে কথা না হওয়ায় প্রশ্ন তুলেছেন বিরোধীরা।