লখনউ: ধর্ষণের অভিযোগে জেলবন্দি সমাজবাদী পার্টি নেতা গায়ত্রী প্রজাপতির পরিবারের লোকজন সাহায্য চাইতে এলেও, তাঁদের সঙ্গে দেখা করলেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জনগণের অভাব-অভিযোগের কথা শোনার জন্য সরকারি বাসভবন ৫, কালীদাস মার্গে ‘জনতা দর্শন’ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আদিত্যনাথ। সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে যান প্রজাপতির স্ত্রী ও দুই মেয়ে। কিন্তু তাঁদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যদিও প্রজাপতির পরিবারের দাবি, মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করবেন বলে আশ্বাস দিয়েছেন এক মন্ত্রী।

প্রজাপতির স্ত্রী বলেছেন, ‘আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিলাম। কিন্তু তিনি দেখা করেননি। আমি নিশ্চিত, আমার স্বামী ন্যায়বিচার পাবে। ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করব।’ প্রজাপতির মেয়ের দাবি, তাঁর বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি নির্দোষ। তাঁদের আশা, মুখ্যমন্ত্রী তাঁদের কথা শুনবেন এবং তাঁরা যাতে ন্যায়বিচার পান সেই ব্যবস্থা করবেন।