লখনউ: শপথ নিলেন যোগী আদিত্য়নাথ। উত্তরপ্রদেশের ২১-তম মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে লখনউয়ের স্মৃতি উপবনে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, রাজনাথ সিংহ, লালকৃষ্ণ আডবাণী সহ তাবড় বিজেপি নেতা-মন্ত্রীরা। ছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুুখ্যমন্ত্রীরাও। এসেছিলেন রাজ্য়ের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব, মুলায়ম সিংহ যাদবও।
মঞ্চে অন্তত শখানেক লোকের বসার ব্যবস্থা করা হয়েছিল। লাখের বেশি মানুষ এই অনুষ্ঠানের সাক্ষী হতে আসেন। ২২ জন ক্যাবিনেট মন্ত্রীসহ ৪৭ জন আজ শপথ নেন। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাম নায়েক।
শপথ নেওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু ট্যুইট করেন, সব সম্প্রদায়ের মানুষ আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী পদে স্বাগত জানাবেন। এটাই ভারতের গণতন্ত্রের প্রাণবন্ত চরিত্রের প্রমাণ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে সকালেই অনুষ্ঠান মঞ্চে যান যোগী আদিত্যনাথ। আজ সকাল আটটা নাগাদ লখনউয়ের স্মৃতি উপবনের অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যান যোগী। নিজেই খতিয়ে দেখেন শপথ অনুষ্ঠানের প্রস্তুতি।
আজ দুপুর সোয়া দুটো নাগাদ উত্তরপ্রদেশের ২১-তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন যোগী আদিত্যনাথ। উপ মুখ্যমন্ত্রী হিসেবে কেশবপ্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মা-সহ অন্য ২০ জন মন্ত্রীও শপথ নেবেন।
গতকাল মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণার পরেই প্রশাসকের ভূমিকা পালন করা শুরু করে দেন আদিত্যনাথ। শপথ নেওয়ার আগেই উত্তরপ্রদেশের ডিজিপি ও মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় বসেন তিনি। সেই বৈঠকে উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দলীয় সমর্থকরা উৎসব, বিজয়োল্লাসে মেতে উঠতেই পারেন, কিন্তু তার ফলে যেন কোনওভাবেই বিশৃঙ্খলা না ছড়ায়, সেদিকে নজর রাখতে হবে।
মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী হিসাবে কেশব মৌর্য, দীনেশ শর্মা
Web Desk, ABP Ananda
Updated at:
19 Mar 2017 08:48 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -