Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সোমবার অযোধ্যা যাচ্ছেন আদিত্যনাথ, রামমন্দির তৈরির ব্যাপারে কথা হবে সাধুসন্তদের সঙ্গে
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jun 2018 06:21 PM (IST)
নয়াদিল্লি: রামমন্দির নির্মাণে তত্পর না হলে ২০১৯ এর সাধারণ নির্বাচনে বিজেপি হারবে বলে সাধুসন্তদের সাম্প্রতিক হুঁশিয়ারির প্রেক্ষাপটে সোমবার অযোধ্যায় দেশের একাধিক জায়গা থেকে আসা ধর্মগুরুদের সঙ্গে দেখা করতে চলেছেন যোগী আদিত্যনাথ। মন্দির ইস্যু উপেক্ষা করছে, এ ব্যাপারে আন্তরিক নয়, এই অভিযোগে সাধুসন্তরা বিজেপির ওপর রুষ্ট বলে সূত্রের খবর। কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি আগামী লোকসভা নির্বাচনে ধর্ম নয়, উন্নয়নই বিজেপির এজেন্ডা হবে বলে সম্প্রতি জানাতেই এ ব্যাপারে তাঁর অবস্থান জানতে, মন্দিরের ব্যাপারে প্রতিশ্রুতি আদায় করতে আদিত্যনাথের সঙ্গে লখনউয়ে ৮ জুন দেখা করেন সাধুসন্তরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তাঁদের অযোধ্যার সামগ্রিক উন্নয়ন ও রামমন্দির তৈরির ব্যাপারে আশ্বস্ত করেন। মন্দির ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় তাঁদের পক্ষে যাবে বলেও আশা প্রকাশ করেন। সোমবার এ ব্যাপারে সাধুসন্তদের সঙ্গে অযোধ্যায় দেখা করার প্রতিশ্রুতিও দেন তিনি।
সমাজবাদী পার্টি (সপা)-র অভিযোগ, কেন্দ্র ও রাজ্যের বিজেপি-এনডিএ সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। ২০১৯-এর ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি আবার ধর্মীয় তাস খেলতে চাইছে আর সেজন্যই অযোধ্যা যাচ্ছেন আদিত্যনাথ।
পাল্টা অভিযোগ উড়িয়ে উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠি বলেন, মুখ্যমন্ত্রী যখন ছিলেন না, তখনও অযোধ্যায় গিয়েছিলেন আদিত্যনাথ। বিষয়টি রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয় বলে মনে করি। আমাদের আশা, সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামমন্দির তৈরির পক্ষেই রায় দেবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -