লখনউ: মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে প্রথম সাংবাদিক বৈঠকেই কোনও পক্ষপাতিত্ব না করে সমাজের সব অংশের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিলেন যোগী আদিত্যনাথ। গতকালের মতো আজও তিনি নরেন্দ্র মোদীর সব কা সাথ, সব কা বিকাশ স্লোগানে বিশ্বাসী বলে জানান মুখ্যমন্ত্রী।
হিন্দুত্বের পোস্টার বয় বলে চিহ্নিত গোরখপুরের এমপি ক্ষমতায় বসার পর সংখ্যালঘুদের প্রতি কী অবস্থান নেবেন, এ নিয়ে সংশয় কাটাতে তিনি কোনও পক্ষের হয়ে বা কারও বিরুদ্ধে পক্ষপাতমূলক মানসিকতা পোষণ না করার অঙ্গীকার করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিও দেন নয়া মুখ্যমন্ত্রী। বলেন, আমাদের সরকার ভোটের আগে দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়বদ্ধ।
নতুন সরকারের মুখপাত্র নিযুক্ত করা হয়েছে দুই ক্যাবিনেট মন্ত্রী শ্রীকান্ত শর্মা, সিদ্ধার্থ নাথ সিংহকে। পরে তাঁরা সাংবাদিকদের জানান, দায়িত্ব নিয়েই মন্ত্রিসভার সদস্যদের এক পক্ষকালের মধ্যে তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে ঘোষণা করতে বলেছেন মুখ্যমন্ত্রী। এও বলেছেন, তাঁরা যেন প্রকাশ্যে যখন তখন অযথা বিবৃতি দেওয়া থেকে বিরত থাকেন।
শ্রীকান্ত জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো দিনে ১৮ ঘন্টাই কাজ করার সংস্কৃতি চালু করতে বলেছেন।
নতুন সরকারের শপথ নেওয়াকে ঐতিহাসিক মূহূর্ত আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চাই, আমাদের সরকার রাজ্যকে উন্নয়ন, সমৃদ্ধির পথে নিয়ে যাবে, সেজন্য যা যা করনীয়, সব করবে। প্রধানমন্ত্রীর সূচনা করা সবার উন্নয়ন স্লোগানই হবে আমাদের মন্ত্র।
সরকারি চাকরির প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ করা হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
তিনি খেদ জানান, বলেন, গত ১৫ বছরে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি সরকার রাজ্যকে উন্নয়ন, সমৃদ্ধি থেকে বঞ্চিত করেছে। সেইসঙ্গে ঘোষণা করেন, পরিবারতন্ত্রের রাজনীতি এবার খতম হবে।
মন্ত্রীদের সম্পত্তির পরিমাণ জানাতে নির্দেশ, 'সবার জন্য কাজ' করবেন, প্রথম সাংবাদিক সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রী আদিত্যনাথের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Mar 2017 11:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -