লখনউ: আগামী ১৭ নভেম্বর বহু-প্রতীক্ষিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। তার আগে, রাজ্যের কোনও মন্ত্রী যাতে এই মামলা সংক্রান্ত কোনও মন্তব্য না করে বসেন, তার জন্য নির্দেশ জারি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
খবরে প্রকাশ, আদিত্যনাথ সব মন্ত্রীদের নির্দেশে জানিয়েছেন, রায় যে তরফের পক্ষেই হোক না কেন, কোনও মন্তব্যের প্রয়োজন নেই। এক মন্ত্রী স্বীকার করে নেন সেই নির্দেশের কথা। বলেন, এই ইস্যুতে অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে নিজেদের বিরত রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই ইস্যুর সংবেদনশীলতাকে মাথায় রেখে অত্যন্ত সতর্ক বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সম্প্রতি, প্রয়াগরাজে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি জানিয়েছেন, স্পর্শকাতর ইস্যু নিয়ে কোনও প্রকারের উৎসবের প্রয়োজন নেই। তিনি বলেন, রায় কোনও এক পক্ষের দিকে যাবে। কিন্তু, অপর পক্ষকে উস্কানি দেবে, এমন কোনও কিছু করার প্রয়োজন নেই। হিন্দু ও মুসলিমকে সম্প্রীতি বজায় রাখার নির্দেশ দেন তিনি।
কোনও মন্তব্য করা থেকে সকলকে বিরত থাকার পরামর্শ দিয়েছে রাষ্ট্রীয় স্বয়মসেবক সঙ্ঘ।