লখনউ: উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার কোপ মারলেন রাজ্যের বিরোধী দলের নেতা-নেত্রীদের নিরাপত্তা সম্পর্কিত বাড়তি সুযোগ-সুবিধায়। সূত্রের খবর, উত্তরপ্রদেশের বিভিন্ন নেতা-নেত্রী যেমন মুলায়ম সিংহ যাদব, অখিলেশ যাদব, মায়াবতী, সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব, রামগোপাল যাদব এবং এসপি নেতা শিবপাল যাদব, আজম খানেরা এতদিন পর্যন্ত নিরাপত্তার ক্ষেত্রে যেধরনের সুযোগ-সুবিধা পেতেন সেটা আর পাবেন না।
তবে বেশ কিছু নেতা-নেত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার। তিনি এখন থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা পাবেন।
শনিবারই এবিষয়ে সিদ্ধান্ত নেয় আদিত্যনাথ প্রশাসন। গতকালের নিরাপত্তা সংক্রান্ত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রিন্সিপ্যাল সেক্রেটারি, এডিজি (সিকিউরিটি, গোয়েন্দা) এবং রাজ্যের নবনিযুক্ত ডিজিপি সুলখান সিংহ। শনিবার থেকেই নিরাপত্তা সংক্রান্ত এই নয়া নিয়ম লাগু হয়েছে।
প্রসঙ্গত, এতদিন পর্যন্ত ১৫১জন ভিআইপি নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সুবিধা পেতেন। তারমধ্যে ১০৫ জনের ওপর থেকে সুযোগ-সুবিধা সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। ৪৬ জনের প্রাপ্য সুযোগ-সুবিধায় ছাঁটাই করা হয়েছে।
যেসমস্ত বিশেষ ব্যক্তিদের ওপর থেকে সমস্ত নিরাপত্তা সংক্রান্ত সুযোগ-সুবিধা তুলে নেওয়া হয়েছে, তারমধ্যে রয়েছেন বহুজন সমাজবাদী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং রাজ্যসভার সাংসদ সতীশ চন্দ্র মিশ্র। সম্প্রতিই এক বৈঠকের পর যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন এরাজ্যে যাঁরা শুধুমাত্র সম্মানের জন্যে এখনও নিরাপত্তা সংক্রান্ত বাড়তি সুযোগ-সুবিধা উপভোগ করছেন, তাঁরা প্রস্তুত হন এবার সাধারণ জীবনযাপনের জন্যে। এখন থেকে এই নিরাপত্তাকর্মীরা জনসাধারণের স্বার্থে ব্যবহৃত হবে, মন্তব্য করেন আদিত্যনাথ।
মায়াবতী, অখিলেশ, মুলায়মের নিরাপত্তা সম্পর্কিত সুযোগ-সুবিধায় কোপ আদিত্যনাথ সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2017 10:50 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -