নয়াদিল্লি: ২১ এপ্রিল বিকালে শেষ হচ্ছে দিল্লি পুরসভার ২৭২টি ওয়ার্ডের নির্বাচনের প্রচার। শেষ লগ্নে প্রচারকে তুঙ্গে নিয়ে যেতে বিজেপি প্রার্থীদের দাবি, আসুন যোগী আদিত্যনাথ, দেবেন্দ্র ফঢ়নবিশ। ২৩ তারিখের ভোটের আগে সব ওয়ার্ডে ঘুরে তরুণ ভোটারদের আবেদন করুন।
বিজেপির এক প্রথম সারির নেতা জানিয়েছেন, দলীয় প্রার্থীদের অধিকাংশের মত, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের দুই মুখ্যমন্ত্রী হলেন 'যুবসমাজের আইকন'। তাঁদের একসঙ্গে প্রচারে নামানো গেলে চোখ বুজে জয় আসবে। কিন্তু দলের মুখপাত্র নবীন কুমার জানিয়েছেন, স্টার প্রচারকদের মধ্যে ওই দুজন আছেন বটে, তবে তাঁদের সফরসূচি ঠিক হয়নি এখনও। দলের অধিকাংশ তারকা প্রচারকারী ১৯ এপ্রিল থেকে রাজধানীতে পা রাখা শুরু করছেন।
কুমার বলেন, আদিত্যনাথ, ফঢ়নবিশ সহ সব তারকা প্রচারকারীকেই আনার ব্যবস্থা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রচারে আসার ব্যাপারে সম্মতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও বিজেপি সভাপতি অমিত শাহ।
প্রসঙ্গত, দিল্লি পুরসভা ভোটে এবার ত্রিমুখী লড়াই। বিজেপি, কংগ্রেস, আপ-এই তিন দল লড়ছে।
দিল্লি পুরসভা ভোটের প্রচারে আসুন আদিত্য়নাথ, দাবি বিজেপি প্রার্থীদের
Web Desk, ABP Ananda
Updated at:
17 Apr 2017 09:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -