লখনউ: নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ থেকে অনুপ্রাণিত হয়ে এবার ‘মেক ইন ইউপি’ তৈরিতে জোর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। প্রসঙ্গত, মঙ্গলবার বিভিন্ন অর্থলগ্নিকারী সংস্থা যাদের বিরুদ্ধে বিনিয়োগকারীদের প্রতারণার অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ।
নিজের দফতরের আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন সেইসমস্ত অর্থলগ্নিকারী সংস্থাগুলোকে খুঁজে বের করতে। তারপর তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জমা দিতে হবে তার কাছে। এছাড়া প্রতিটি উত্তরপ্রদেশবাসীকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনতে তাদের নতুন অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদিত্যনাথ সরকার।
এছাড়া রাজ্যের ১২ লক্ষ পেনশনভোগীর সুবিধার্থে তাদের ডিজিটাল লাইফ সার্টিফিটেকটি আধারের সঙ্গে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অর্থ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক পেনশনভোগীর অ্যাকাউন্টে যেন মাসের প্রথমে পুরো টাকা ট্রান্সফার হয়ে যায়।
মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’র অনুকরণে এবার ‘মেক ইন ইউপি’ তৈরিতে জোর যোগী আদিত্যনাথের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Apr 2017 02:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -