লখনউ: নবরাত্রীর সময় রাজ্যের সবকটি শক্তিপীঠে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার পর এবার উত্তরপ্রেদেশের গ্রামাঞ্চলে বিদ্যুতায়নের ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


এদিন, মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জেলা সদরগুলিকে তাঁর নির্দেশ, রাজ্যের সবকটি জেলার সদরে ২৪-ঘণ্টাই এবং গ্রামে দিনে ১৮-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করতে হবে।


একইসঙ্গে, বুন্দেলখণ্ডের মহকুমাগুলিতে ন্যূনতম দিনে ২০-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করার নির্দেশও দেন তিনি। এর জন্য বিদ্যুৎ দফতরকে অকেজো ট্রান্সফর্মারগুলিকে অবিলম্বে বদল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


বৈঠকের পর সাংবাদিকদের এমনটাই জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শ্রীকান্ত শর্মা। তিনি জানান, নবরাত্রির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সফল হয়েছি। এবার পরীক্ষার সময়ে পড়ুয়াদের যাতে বিদ্যুতের সঙ্কটের সম্মুখীন হতে না হয়, তার জন্য সচেষ্ট মুখ্যমন্ত্রী।


শ্রীকান্ত যোগ করেন, আধিকারিকদের আদিত্যনাথ নির্দেশ, গ্রামে দিনে ১৮-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করতে হবে। এর মধ্যে সন্ধ্যে ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। যাতে পরীক্ষার প্রস্তুতিতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয়।


২০১৮ সালের মধ্যে বিদ্যুৎ তৈরি ও সরবরাহর ক্ষেত্রে উত্তরপ্রদেশকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। এর জন্য আগামী ১৪ এপ্রিল কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করার কথা আদিত্যনাথের।