নয়াদিল্লি: উত্তরপ্রদেশের মন্ত্রিসভা গঠন নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে আলোচনা সারলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


জানা গিয়েছে, কে কোন মন্ত্রিত্ব পাবেন, তা একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে এদিনের বৈঠকে। গত রবিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এদিন রাজধানীতে বৈঠক সারেন আদিত্যনাথ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও আলোচনা করেন তিনি। পাশাপাশি, এদিন তিনি লোকসভায় হাজিরও হন।


দলীয় সূত্রের খবর, উপ-মুখ্যমন্ত্রী তথা রাজ্যের সভাপতি কেশবপ্রসাদ মৌর্য গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন। তিনি দলের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মুখ। একইসঙ্গে, তিনিও মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন। ফলে, খুব সম্ভবত কিনি একটি গুরুত্বপূর্ণ পদ পাবেন। অন্যদিকে, আরেক উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মাকেও ভাল পদ দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।


এদিন লোকসভায় দাঁড়িয়ে গোরক্ষপুরের সাংসদ আদিত্যনাথ আশ্বাস দেন, তাঁর সরকার রাজ্যের সব শ্রেণির উন্নয়নের জন্য কাজ করবে। তিনি দাবি করেন, বর্তমান রাজ্য সরকার উত্তরপ্রদেশের উন্নয়নের নতুন কাঠামো রচনা করবে।


এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ যখন আদিত্যনাথ কক্ষে প্রবেশ করেন, তখন বেঞ্চ চাপড়ে আদিত্যনাথকে সম্বর্ধনা দেন সাংসদরা। নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্পিকার সুমিত্রা মহাজনও। বলতে উঠে আদিত্যনাথ বলেন, প্রধাননমমন্ত্রী নরেন্দ্র মোদী যেমনটা স্বপ্ন দেখেছিলেন, উত্তরপ্রদেশ ঠিক তেমন রাজ্য হবে।