লখনউ:  বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তরপ্রদেশে কসাইখানা বন্ধের উদ্যোগ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এজন্য তিনি রাজ্যের পুলিশ আধিকারিকদের একটি অ্যাকশন প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন।কিন্তু কোন ধরনের কসাইখানাগুলি বন্ধ করা হবে, সে বিষয়ে সরকারি সূত্রে নির্দিষ্ট কিছু জানা যায়নি।যদিও বিজেপির নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছিল, সমস্ত বেআইনি কসাইখানাগুলি বন্ধ করা হবে। যন্ত্রনির্ভর কসাইখানা নিষিদ্ধ করা হবে।

মুখ্যমন্ত্রী যোগী রাজ্যে গরু পাচারের ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন।গরু পাচার কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বিজেপির যুক্তি ছিল, গরু পাচারের কারণে দুগ্ধ-ভিত্তিক শিল্পগুলির বিকাশ ব্যাহত হয়েছে।

বিজেপি আরও অভিযোগ করেছিল, উত্তরপ্রদেশের এর আগের সরকারগুলির আমলে গবাদি পশুর সংখ্যা কমেছে।

রাজ্যে ভোটের প্রচারে এসে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, তাঁদের দল ক্ষমতায় এলেই সমস্ত কসাইখানা নিষিদ্ধ করে দেওয়া হবে।