লখনউ: মোঘল সম্রাট বাবর, আকবর, ঔরঙ্গজেবকে হানাদার করে দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর মতে, এই সত্য স্বীকার করে নিলেই দেশের সমস্যা দূর হয়ে যাবে। আদিত্যনাথ আরও বলেছেন, মহারানা প্রতাপের মতো আদর্শ নেতাদের অনুসরণ করা উচিত তরুণ প্রজন্মের।


মহারানা প্রতাপের ৪৭৭-তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘মহারানা প্রতাপ, গুরু গোবিন্দ সিংহ, ছত্রপতি শিবাজিরা আমাদের আদর্শ। তাঁদের অনুসরণ করা উচিত। মহারানা প্রতাপ যে আত্মমর্যাদা ও চরিত্রের দৃঢ়তার পরিচয় দিয়েছেন, সেটা থেকে তরুণদের শিক্ষা নেওয়া উচিত। আকবর, ঔরঙ্গজেব ও বাবর হানাদার ছিলেন। আমরা যত দ্রুত এই সত্য স্বীকার করে নেব, তত তাড়াতাড়ি দেশের সমস্যা মিটে যাবে। যে দেশের মানুষের নিজেদের গৌরবময় ইতিহাসকে রক্ষা করার ক্ষমতা নেই, সে দেশ নিজেদের সীমান্তকে সুরক্ষিত রাখতে পারে না।’