লখনউ: এবার গৃহ ও ফ্ল্যাট নির্মাণ সংস্থাগুলির ওপর কড়া নজরদারি শুরু করছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। মুখ্যমন্ত্রী নয়ডার প্রশাসনকে সমস্ত নির্মিয়মান আবাসন প্রকল্পগুলিতে পর্যবেক্ষণ চালানোর নির্দেশ দিয়েছেন। ক্রেতাদের হয়রানি করলে সংশ্লিষ্ট নির্মাতা সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি।
নির্মানকারী সংস্থাগুলি নিয়মকানুনের তোয়াক্কা করেন না, ক্রেতা ও বিক্রেতাদের অযথা হয়রানি করেন, এমন অভিযোগ দীর্ঘদিনের। ক্ষমতায় আসার পর যোগী সরকারের কাছে এ ব্যাপারে গুচ্ছ গুচ্ছ অভিযোগ দায়ের হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ওই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এতদিন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও প্রকল্প সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও আবাসন প্রকল্পে পর্যবেক্ষণে যেত না। এর ফলে নিয়ম ভাঙা ও বেআইনি নির্মাণের ঘটনা আকছারই ঘটেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার সেই পর্বে ইতি টানতে চলেছে কর্তৃপক্ষ।
নয়ডা অথরিটির অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহি আধিকারিক বলেছেন, এখন থেকে নিয়মিত নির্মিয়মান প্রকল্পগুলিতে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। এক ক্রেতার কথায়, পার্কস সুইমিং পুল ও ক্লাবের টোপ দিয়ে খদ্দের টানার চেষ্টা করত নির্মাতারা। কিন্তু একবার ফ্ল্যাট বিক্রি হয়ে গেলেই প্রকল্পের নকশা বদলে ফেলত নির্মাণকারী সংস্থাগুলি। অনুমোদিত নকশার তোয়াক্কা না করা এবং গাছপালা ভরা এলাকায় বহুতল তোলার মতো ঘটনা তো একেবারেই সাধারণ। কারণ, এক্ষেত্রে কর্তৃপক্ষের কোনও নজরদারি ছিল না।
নির্মিয়মাণ আবাসন প্রকল্পে নজরদারি, ক্রেতাদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ আদিত্যনাথের
ABP Ananda, web desk
Updated at:
27 Apr 2017 03:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -