অযোধ্যা: লোকসভা ভোটের পর অযোধ্যায় অস্থায়ী রামলালা মন্দিরে প্রথমবার পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে আবারও স্মরণ করিয়ে দিলেন অযোধ্যায় বিতর্কিত জমিতে রামমন্দির স্থাপনের কথা। কেন্দ্রে দ্বিতীয়বার মোদি সরকার গঠনের পর আদিত্যনাথের রামলালা মন্দিরে পুজো দিতে আসার বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে বিশেষজ্ঞ মহল। তিনি এদিন বলেন, সকলেই চান এখানে রামমন্দির তৈরি হোক।
এদিন, অযোধ্যায় একটি মিউজিয়ামে ৭ ফুটের রামের মূর্তি উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে রাম জন্মভূমি ন্যাসের প্রধান মহান্ত নৃত্য গোপাল দাসের জন্মদিনের অনুষ্ঠানেও যোগ দেন যোগী।
সূত্রের খবর, ৭ ফুট লম্বা ওই মূর্তির হাতে আছে তীর-ধনুক। মূর্তির কাঠ আনানো হয়েছে কর্ণাটকের স্টেট আর্টস অ্যান্ড ক্রাফটস মিউজিয়াম থেকে।
অন্য একটি সভায় এদিন আদিত্যনাথ বলেন, আগের সরকারগুলি রামের থেকে দূরত্ব বজায় রেখে চলেছে।
তিনি অযোধ্যার পূজারিদের ধন্যবাদ জানান তাঁদের আশীর্বাদের জন্য। যোগী বলেন, তাঁদের আশীর্বাদ দ্বিতীয়বার মোদি সরকারকে ক্ষমতায় ফিরতে সাহায্য করেছে।
১৬ জুন নবনির্বাচিত সাংসদদের নিয়ে অযোধ্যা আসছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। মনে করা হচ্ছে, রাম মন্দির নির্মাণের বিষয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্যই তাঁদের অযোধ্যা যাত্রা। তার আগে যোগী আদিত্যনাথের অযোধ্যায় পুজো দিতে আসা ও মন্দির নির্মাণে জোর দেওয়া, মোদি সরকারের উপর রামমন্দির নিয়ে চাপ বাড়াবে বলে মনে করছে, রাজনৈতিক মহল।