গোরক্ষপুর: আজ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্মদিন। তাঁর ৪৬ বছরে পা দেওয়া উপলক্ষ্যে অনুরাগীরা আনলেন ৪৬ কেজির লাড্ডু, কাটলেন গেরুয়া রঙের কেক।
গোরক্ষপুর থেকে এক সময় টানা বিজেপির হয়ে লোকসভায় গিয়েছেন আদিত্যনাথ। তিনি নিজে কখনও তাঁর জন্মদিন পালন না করলেও সমর্থকরা কসুর করেন না তাতে। এমনকী ট্রাফিক আইল্যান্ড গুলিও তাঁরা সাজিয়ে তোলেন গেরুয়া রঙের বেলুনে।
এবারও স্থানীয় ব্যবসায়ী ও দোকানদাররা গোরক্ষনাথ মন্দিরের পীঠাধ্যক্ষর জন্মদিন সেলিব্রেট করলেন ৪৬ কেজির লাড্ডু বিলি করে ও গেরুয়া কেক কেটে। ছিলেন যোগী প্রতিষ্ঠিত হিন্দু যুব বাহিনীর সাধারণ সম্পাদকও।
ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রায় ৭ ঘণ্টা ধরে তৈরি হয়েছে ৪৬ কেজির ওই লাড্ডু। তৈরি করেছেন ৫ মিষ্টান্নশিল্পী।
যোগী ছেড়ে দেওয়ার পর গোরক্ষপুর কেন্দ্র এবার খুইয়েছে বিজেপি। কিন্তু তাঁর আবেদন এখানে এখনও গগনচুম্বী।
৪৬-এ পড়লেন যোগী আদিত্যনাথ, অনুরাগীরা উদযাপন করলেন ৪৬ কেজি লাড্ডু দিয়ে
ABP Ananda, Web Desk
Updated at:
05 Jun 2018 01:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -