যোগীর উত্তরপ্রদেশে ইলেকট্রিকের খুঁটি গেরুয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Sep 2017 04:09 PM (IST)
লখনউ: গেরুয়া রঙের বাসের পর গেরুয়া ইলেকট্রিকের খুঁটি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন, বিদ্যুতের খুঁটির রং গেরুয়া করতে হবে। ইউপি পাওয়ার কর্পোরেশন লিমিটেড বলছে, রাজ্যে ৩০,০০০-এর বেশি বসতি রয়েছে যেগুলিতে বৈধ বিদ্যুৎ সংযোগ নেই, আলো, পাখা চলে বেআইনিভাবে। শুধু লখনউয়েই ৩৫০-র বেশি এমন বসতি রয়েছে। পাওয়ার ফর অল প্রকল্পে এই সব জায়গাতেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। ঠিক হয়েছে, এই কলোনিগুলিতে বিদ্যুতের খুঁটির রং গেরুয়ায় রাঙানো হবে। এর ফলে কোন কোন এলাকায় নতুন করে বিদ্যুৎ পৌঁছলো আর কোথায় এখনও বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ রয়েছে তা সহজে বোঝা যাবে বলে মনে করছে প্রশাসন। এর আগে ইউপি স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন সরকারি বাসগুলিকে গেরুয়া রঙে রাঙানোর কথা ঘোষণা করে।