নয়াদিল্লি: না, এমন নয় যে, হবু পুত্রবধূকে পছন্দ নয় যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহের। বরং তাঁর প্রশংসায় পঞ্চমুখ তিনি। কিন্তু যুবরাজের মা শবনমকে যোগরাজ জানিয়ে দিয়েছেন, ৩০ নভেম্বর ছেলের বিয়ের অনুষ্ঠানে তিনি যাবেন না। পঞ্জাবী রীতি-প্রথা মেনে ওইদিন ফতেহগড় সাহিবের দশেরা গুরদ্বারে যুবরাজ ও তাঁর বান্ধবী মডেল-অভিনেত্রী হ্যাজেল কিচের আনন্দ কর্জ (পঞ্জাবী বিয়ে) অনুষ্ঠান হবে।


প্রাক্তন ক্রিকেটার-অভিনেতা যোগরাজের সঙ্গে যুবরাজের মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। যোগরাজ আবার বিয়ে করেছেন, থাকেন পঞ্চকুল্লায়। যুবরাজ থাকেন মা শবনমের সঙ্গে। তিনিই ছেলের বিয়ের আয়োজন করেছেন।


প্রাক্তন ক্রিকেটার-অভিনেতা যোগরাজ বলেছেন, কোনও গুরদ্বার বা ডেরা গোষ্ঠীতে হলে বা অনুষ্ঠানে কোনও ধর্মীয় গুরু থাকলে বিয়েতে যাব না, এটা যুবরাজের মা-কে জানিয়ে দিয়েছি। আমি শুধুই ঈশ্বরে বিশ্বাস করি, ধর্মীয় গুরুদের নয়। কাউকে অসুবিধায় ফেলতে চাই না।


তবে ২৯ নভেম্বর হোটেল ললিতে বিয়ের মেহদি অনুষ্ঠানে যাবেন যোগরাজ। তিনি বলেছেন, শুধু ওখানেই থাকব, এছাড়া দিল্লি, গোয়ায় ডিসেম্বরের গোড়ায় অন্য যেসব অনুষ্ঠান হওয়ার কথা, সেগুলির কোনওটাতেই যাব না। অন্য কাজে ব্যস্ত থাকব। ছেলে আমায় যথেষ্ট সম্মান দিয়ে আসতে বলেছে। আমন্ত্রিতদের তালিকায় আমার নামও রয়েছে। যুবরাজকে আমি এও বলেছি, আমি থাকলে ওর মায়ের হয়তো অস্বস্তি হতে পারে, কিন্তু তা সত্ত্বেও ও আমাকে বারবার বলেছে, আমি যেন আসি।


তবে যোগরাজ যে প্রাক্তন স্ত্রীর ওপর খুশি নন, তাঁর কথাতেই ইঙ্গিতটা স্পষ্ট। তিনি বলেছেন, যুবরাজের মায়ের অনেক টাকা, বিয়ের ধুমধাম কেমন হবে, সেটা ওর ব্যাপার। তবে সব দিক ভেবেচিন্তে খরচ করাই ভাল।


হবু ছেলের বউ হ্যাজেলের উচ্ছ্বসিত প্রশংসা করে যোগরাজ বলেছেন, মেয়েটা যেন দেবী। পশ্চিমী আদবকায়দা শিখে বড় হলেও রুচি, সংস্কার আছে। ঐতিহ্য-রীতিনীতিকে সম্মান করে। আমি জানি, ও আসায় পরিবারে সুুন্দর পরিবেশ তৈরি হবে, ভাই-বোনেরা মিলেমিশে থাকবে।


প্রসঙ্গত, যুবরাজরা চার ভাই, বোন। যুবরাজ,  তাঁর ভাই জোরওয়ার যখন ছোট, তখনই ছাড়াছাড়ি হয় যোগরাজ, শবনমের। দ্বিতীয়  বিয়ে থেকে দুটি সন্তান আছে যোগরাজের। ভিক্টর ও অমরজিত্ কউর।


শুধু পরিবারের লোকজন ও তাঁদের ঘনিষ্ঠ জনেরাই যুবরাজের বিয়েতে আমন্ত্রিত হয়েছেন। বিয়ের পর যুবরাজ-হ্যাজেল ফতেহগড় সাহিবের বাবা অজিত সিংহ হানসালি ওয়ালে ও বাবা রাম সিংহ গন্ধাউন ওয়ালের ডেরায় আর্শীবাদ নিতে যাবেন।