জয়পুর: কৌশল বদলে রাজস্থানের টঙ্ক বিধানসভা কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পায়লটের বিরুদ্ধে রাজ্যের পরিবহণমন্ত্রী ইউনুস খানকে প্রার্থী করল বিজেপি। এই মুসলিম অধ্যুষিত কেন্দ্রের বর্তমান বিধায়ক অজিত সিংহ মেহতাকে সরিয়ে সেখানে ইউনুসকে টিকিট দিল বসুন্ধরা রাজের দল। ১১ নভেম্বর ঘোষিত প্রথম দলীয় প্রার্থী তালিকায় টঙ্কে মেহতাকেই প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু কংগ্রেস পায়লটের নাম ঘোষণা করতেই জরুরি বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেয় তারা।
ইউনুস নগৌর জেলার দিদওয়ানা কেন্দ্রের বর্তমান বিধায়ক। শেষ মূহূর্ত পর্যন্ত তাঁকে প্রার্থী করার বিষয়টি স্থগিত রেখেছিল বিজেপি।
সোমবার বিজেপি পঞ্চম তালিকা প্রকাশ করে যাতে ৬ জন প্রার্থীর নাম ছিল। মেহতা ও শঙ্করলাল খারাডি, এই দুজনকে বসিয়ে দেওয়া হয়। খারাডিকে খেরওয়ারায় টিকিট দিয়েছিল দল। খারাডির বদলে সেখানে বিজেপি প্রার্থী করেছে নানালা আহরিকে। পাশাপাশি কোটপুতালিতে মুকেশ গোয়েল, বেহরোরে মোহিত যাদব, কারাউলিতে ও পি সাইনি, কেকরিতে রাজেন্দ্র বিনায়ক, খিনসোয়ারে রামচন্দ্র উত্তার নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়।
৭ ডিসেম্বর ভোটগ্রহণ রাজস্থানে। এদিকে পায়লট আজ মনোনয়ন জমা দিয়ে দাবি করেন, রাজ্যে এবার তাঁর দল ও বিজেপি আদর্শের মধ্যে লড়াই হচ্ছে।
রাজস্থানে কৌশল বদল বিজেপির, টঙ্কে পায়লট বনাম ইউনুস
Web Desk, ABP Ananda
Updated at:
19 Nov 2018 07:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -