নয়াদিল্লি: বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন নরেন্দ্র মোদি। পেট্রাপোলে চেকপোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি হাসিনার উদ্দেশে বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে আপনি একা নন, এর বিরুদ্ধে আপনি যে লড়াই করছেন তাতে ভারত সব সময় আপনাকে পূর্ণ সমর্থন দেবে।
ঢাকার গুলশন এবং কিশোরগঞ্জের শোলকিয়ায় জঙ্গি হানার পর থেকে একাধিকবার সন্ত্রাসবাদ ইস্যুতে ঢাকার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে নয়াদিল্লি। কারণ, বাংলাদেশ অশান্ত হলে এবং কট্টরপন্থীরা শক্তিশালী হলে ভারতেও তার আঁচ পড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের একাধিক রাজ্যের সীমান্ত রয়েছে, যেখানে দিয়ে জঙ্গিরা ভারতেও ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের। বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণের পর আরও স্পষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশের জামাত জঙ্গিরা কীভাবে ভারতের মাটিকে ব্যবহার করার চেষ্টা করছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে তারা।
সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে আপনি একা নন, পাশে থাকবে ভারত, হাসিনাকে বার্তা মোদীর
web desk, ABP Ananda
Updated at:
21 Jul 2016 04:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -