আপনাদের কাছে ধর্ষণের মূল্য ৬,৫০০ টাকা? মধ্য প্রদেশ সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda | 15 Feb 2018 07:25 PM (IST)
নয়াদিল্লি: যে রাজ্যগুলি নির্ভয়া তহবিলের টাকা সবচেয়ে বেশি পেয়েছে, তাদের মধ্যে অন্যতম মধ্য প্রদেশ। অথচ সেই রাজ্যেই ধর্ষিতাদের ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এই ঘটনায় স্তম্ভিত সুপ্রিম কোর্ট। বিচারপতিদের প্রশ্ন, মধ্য প্রদেশ সরকারের কাছে ধর্ষণের মূল্য কি ৬,৫০০ টাকা? নির্যাতিতাদের এই সামান্য অর্থ দিয়ে কি দয়া দেখানো হচ্ছে? মধ্য প্রদেশ সরকারের পেশ করা হলফনামা দেখে সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লোকুর ও দীপক গুপ্তর বেঞ্চ বলেছে, ‘আপনাদের হলফনামাই বলছে, ধর্ষিতাদের গড়ে ৬,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। আপনারা কি দান করছেন? এটা কীভাবে করতে পারেন? আপনাদের কাছে ধর্ষণের মূল্য ৬,৫০০ টাকা? মধ্য প্রদেশে ধর্ষিতার সংখ্যা ১,৯৫১। তাঁদের প্রত্যেককে ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এটা কি প্রশংসনীয়? নির্ভয়া তহবিল থেকে সবচেয়ে বেশি টাকা পাওয়ার পরেও মধ্য প্রদেশ মাত্র এক কোটি টাকা খরচ করেছে। এটা অত্যন্ত বেদনাদায়ক।’ মধ্য প্রদেশ সরকার হলফনামা দিলেও, হরিয়ানা সরকার নির্ভয়া তহবিলের টাকা খরচ নিয়ে হলফনামাই দেয়নি। আজ হরিয়ানা সরকারের আইনজীবী বলেন, হলফনামা জমা দেওয়া হবে। এ কথা শুনে বিচারপতিরা বলেন, ‘আপনারা হলফনামা দেননি। এতেই বোঝা যাচ্ছে, মহিলাদের সুরক্ষা নিয়ে আপনাদের মনোভাব কী। সময় কররে রাজ্যের মহিলাদের বলে দিন, তাঁদের কথা আপনারা ভাবেন না।’ বিচারপতিরা আরও বলেন, এখনও পর্যন্ত ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হলফনামা দেয়নি। এরপর এক আইনজীবী বলেন, শুধু সিকিমই হলফনামা দিয়েছে। এ কথা শুনে ক্ষুব্ধ বিচারপতিরা বলেন, ‘এটা কি রসিকতা হচ্ছে? আপনাদের যদি এই মামলায় আগ্রহ না থাকে, আমাদের বলুন। আপনারা কীসের ভিত্তিতে বলছেন, শুধু একটি রাজ্য হলফনামা দিয়েছে? আপনারা কি অফিস রিপোর্টও দেখেন না?’