তিরুবনন্তপুরম: কেরলে সদ্যসমাপ্ত স্থানীয় সংস্থাগুলির নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে সিপিএমের নেতৃত্বাধীন লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ)। এই নির্বাচনে এলডিএফ ৫১৪ গ্রাম পঞ্চায়েত, ১০৮ ব্লক পঞ্চায়েত পঞ্চায়েত ও ১০ জেলা পঞ্চায়েত, ৩৫ পুরসভা ও তিরুবনন্তপুরম সহ পাঁচ কর্পোরেশনে জয়ী হয়েছে। এরমধ্যে তিরবনন্তপুরম রাজ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ।


নির্বাচনে এলডিএফের জয়ের পর ২১ বছরের এক তরুণীর নাম তিরবনন্তপুরম পুরসভার মেয়র হিসেবে সুপারিশ করা হয়েছে। তরুণীর নাম আরয়া রাজেন্দ্রন। রাজেন্দ্রন এখন বালসংঘমের রাজ্য সভাপতি ও সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর রাজ্য পর্যায়ের নেত্রী।
জানা গেছে, তিরুবনন্তপুরমের মেয়র হিসেবে রাজেন্দ্রনের নাম সুপারিশ করেছে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলী। শুক্রবার জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে তাঁর নাম সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশ মতো রাজেন্দ্রন যদি তিরুবনন্তপুরমের হিসেবে শপথ নেন, তাহলে কেরল তো বটেই, সারা দেশে তিনিই হবেন কনিষ্ঠতম মেয়র।
মুডাভানমুকাল ওয়ার্ড থেকে জিতেছেন অল সেন্টল কলেজের বিএসসি-র পড়ুয়া। তাঁর বাবা একজন ইলেক্টিশিয়ান ও মা এলআইসি এজেন্ট।
রাজেন্দ্রনের আগে পেরুকাড় থেকে জয়ী জামিলা শ্রীধরন তিরুবনন্তপুরমের মেয়র হবেন বলে মনে করা হচ্ছিল। সূত্রের খবর, মেয়র হিসেবে সর্বসম্মতভাবে কাউকে বেছে নিতে পারলে তা দলের পক্ষে লাভজনক হবে বলে মনে করছে দল। এর আগেও ভিকে প্রশান্তকে মেয়র করে তরুণদের সমর্থন পাওয়া যাবে বলে মনে করছে দল। একই লক্ষ্যে এবার এক তরুণীর নাম মেয়র পদের জন্য সুপারিশ করা হয়েছে।
স্থানীয় সংস্থাগুলির জন্য কেরলে ১৫,৯৬২ ওয়ার্ড, ৯৪১ গ্রাম পঞ্চায়েত, ১৫১ ব্লক পঞ্চায়েতের ২০৮০ ওয়ার্ড, ১৪ জেলার ৩৩১ ডিভিশন, ৮৬ পুরসভার ৩০৭৮ ওয়ার্ড, ছয়টি পুরসভার ৪১৪ ওয়ার্ডে ভোটগ্রহণ করা হয়েছিল। তিন দফায় ভোট গ্রহণ করা হয়েছিল।