নয়াদিল্লি: অভিনেতা ইমরান হাসমির ছ বছরের ছেলে অয়ন দীর্ঘ দিন ধরে কিডনি ক্যান্সারে আক্রান্ত ছিল। তবে দীর্ঘ চিকিত্সার পর সে এখন সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। নিজের এই যুদ্ধ, ছেলের অসুস্থতা নিয়ে একটি বই লিখেছেন ইমরান। বইয়ের নাম কিস অফ লাইফ। বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সেই অনুষ্ঠানেই ইমরানের ছেলেকে বাবার চেয়েও বড় তারকা বলে সম্বোধন করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

 

বইটি ইমরান ২১ বছরের বিলাল সিদ্দিকির সঙ্গে একসঙ্গে লিখেছেন। সেখানে ইমরান সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই লড়াইয়ের কথা। চার বছর বয়সে তাঁর ছেলের কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। সেখান থেকে কীভাবে লড়াই করে সেই যুদ্ধ জয় করেছেন তাঁরা সেকথাই বইতে বলা আছে। এখানে চিকিত্সার পর সাত মাসের জন্যে অয়নকে কানাডা নিয়ে গিয়েছিলেন ইমরান ও তাঁর স্ত্রী। সেই চিকিত্সা পদ্ধতিটি মারাত্মক যন্ত্রণাদায়ক এবং খরচসাপেক্ষও। কেজরীবাল ইমরানকে ধন্যবাদ জানিয়েছেন অর্থনৈতিক এবং মানসিকভাবে সেই কঠিন চিকিত্সাটি তিনি করাতে পেরেছেন বলে। কেজরীবাল মনে করেন, সরকারের উচিত্ যেকোনও সাধারণ নাগরিকের পাশে দাঁড়ানো যাতে তাঁরা অর্থাভাবে কঠিন অসুখে মারা না যান।