নয়াদিল্লি: শীর্ষ কর্তারা নিজেদের মাইনে কমিয়েছেন মাত্র সাড়ে তিন শতাংশ। অথচ পাইলটদের বলা হচ্ছে ৬০ শতাংশ কম বেতন নিতে! কী করে, কোন যুক্তিতে সম্ভব সেটা! এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর রাজীব বনশলকে চিঠি দিয়ে এমনই অভিযোগ করলেন উড়ান সংস্থার তিন পাইলট।


বনশলকে লেখা চিঠিতে বলা হয়েছে, এপ্রিল মাস থেকে তাঁদের বেতনের ৭০ শতাংশ যেখানে বকেয়া, সেখানে ৬০ শতাংশ বেতন কম নেওয়ার প্রস্তাব দেওয়াটা ‘হাস্যকর’ ও ‘অপমানজনক’। চিঠিতে লেখা হয়েছে, ‘শীর্ষকর্তারা নিজেদের মাইনে সাড়ে ৩ শতাংশ কমাতে চাইছেন। আর সেখানে কো পাইলট, যাঁরা এমনিতেই কম মাইনে পান, তাঁদের বেতন ৬০ শতাংশ কমানোর কথা বলা হচ্ছে। এটা হাস্যকর।’

বিমানচালকরা প্রশ্ন তুলেছেন, তাঁরা এই কোভিড ১৯ যুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করছেন। তার জন্য এই প্রতিদান কি তাঁদের প্রাপ্য! আর যদি তাই হয়, তাহলে করোনা পরিস্থিতিতে কর্তব্য পালন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরী যে সমস্ত শংসাপত্র দিয়েছিলেন, সেগুলি তাঁরা ফিরিয়ে দিতে চান। এয়ার ইন্ডিয়ার ৫৫ পাইলট করোনা আক্রান্ত। চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার পরেও উড়ানের সময় কম হওয়ায় মাইনে কমানো যেতে পারে পাইলটদের!