জাকির নায়েকের 'সহযোগী' গ্রেফতার
ABP Ananda, web desk | 22 Jul 2016 02:19 AM (IST)
মু্ম্বই : বিতর্কিত ইসলামি প্রচারক জাকির নায়েকের পিআরও আরশিদ কুরেশিকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা ও কেরল পুলিশের একটি যৌথ দল। জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সঙ্গে আরশাদ যুক্ত ছিল বলে জানা গেছে। নবি মুম্বই থেকে গতকাল রাতে কেরলে দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। নবি মুম্বইয়ের সিউডের ফ্ল্যাট থেকে গ্রেফতার করে আরশিদকে সিবিডি-বেলাপুরের একটি আদালতে পেশ করা হয়। আদালত ২৫ জুলাই পর্যন্ত তাকে কেরল পুলিশের হেফাজতে রাখার জন্য ট্রানজিট রিমান্ড দিয়েছে। কোচিতে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৫৩এ (বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বৈরিতা তৈরি) ধারা এবং ইউএপিএ আইনে মামলা রুজু করা হয়। কেরলের মেরিন ওরফে মারিয়ম তাঁর স্বামী বেস্টিন ভিনসেন্ট ওরফে ইয়াহিয়ার সঙ্গে নিখোঁজ বলে অভিযোগ। মেরিনের ভাই এবিন জ্যাকব পুলিশের কাছে অভিযোগ করেন যে, তাঁকে ধর্মান্তরিত করে জঙ্গি সংগঠন আইএস-এ যোগদানের জন্য তাঁর ওপর জোর ফলানোর চেষ্টা করা হয়।এবিনের অভিযোগ, তাঁকে ধর্মান্তরিত করার চেষ্টার পিছনে আরশিদ ও বেস্টিনের হাত ছিল।