সেলফি তুলতে গিয়ে খাদে পড়ে গেল যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Apr 2016 11:58 AM (IST)
কোডাইকানাল : বন্ধুদের সাথে নিজস্বী তুলতে গিয়ে পাহাড় থেকে নীচে পড়ে গেল ২৫ বছরের যুবক। আশঙ্কা করা হচ্ছে সে মৃত। মাদুরাইয়ের পি পি কুলাম-এর বাসিন্দা কার্তিক, বন্ধুদের সাথে বেড়াতে এসেছিলেন কোডাইকানালের এক সুন্দর পর্যটনস্হলে।পুলিশের বক্তব্য বিভিন্ন জায়গায় ঘুরে আসার পর তারা সবাই মিলে মদ্যপান করাছিল, তারা কাছের একটি পাহাড়ের মাথায় ওঠে। সেখানে কার্তিক বাকিদের সঙ্গে নিজস্বী তুলতে গিয়ে পা হড়কে প্রায় হাজার ফুট গভীর খাদে পড়ে যায় । পুলিশ মনে করছে , তার বাঁচার সম্ভাবনা খুব কম। যদিও দমকল ও উদ্ধার অভিযানের কর্মীরা জানিয়েছেন , তারা যথাযথ চেষ্টা করছেন তাকে খুঁজে উদ্ধার করার ।