মুম্বই: বান্দ্রা ওয়েস্টের পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডস এন্ডের ১৯তলায় ঘর বুক করেন তিনি। ফেসবুকে প্রথমে লাইভ চ্যাট করেন, কীভাবে আত্মহত্যা করতে হবে। তারপর জানালা থেকে ঝাঁপ। এভাবেই জীবন শেষ করে দিলেন বেঙ্গালুরুর ২৩ বছরের স্নাতকোত্তর ছাত্র অর্জুন ভরদ্বাজ।

গতকাল সন্ধে ৬টা ২০ মিনিট নাগাদ গোটেলের ঘরের জানালার কাচ ভেঙে নীচে লাফিয়ে পড়েন অর্জুন। বান্দ্রা পুলিশ একটি সুইসাইড নোট পেয়েছে, তাতে লেখা, হতাশার কারণে জীবন শেষ করে দিচ্ছেন তিনি। তাঁর এই সিদ্ধান্তের জন্য কেউ দায়ী নয়।

অর্জুন ভরদ্বাজ বেঙ্গালুরুর ছেলে। মুম্বইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছিলেন। গতকাল ভোর সাড়ে তিনটে নাগাদ ওই হোটেলে আসেন তিনি, সবরকম নথি ও পরিচয়পত্র জমা দেন।

আত্মহত্যার আগে ১ মিনিট ৪৩ সেকেন্ডের যে ভিডিও রেকর্ড করেন তিনি, তাতে শেখান, ধাপে ধাপে কীভাবে আত্মহত্যা করতে হয়। প্রথমে সুইসাইড নোট লিখতে হয়, তারপর নেশা করতে হয়। ভিডিওয় দেখা গিয়েছে, তিনি নিজেও সিগারেট ও মদের নেশা করছেন। একইসঙ্গে জানালা থেকে দেখছেন সূর্য ডোবার দৃশ্য, খাচ্ছেন বেকন পাস্তা।

তারপর তিনি বলেন, নিজের ঝাঁপ দেওয়ার ভিডিও করা সম্ভব নয়, তাই তা এখানেই শেষ হচ্ছে। বন্ধুদের গুডবাই করে বন্ধ করে দেন ভিডিও।

[gallery ids="323867"]

লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

সুইসাইড নোটে বাবা মার কাছে ক্ষমা চেয়েছেন অর্জুন। মৃত্যুর পর বন্ধুদের মিস করবেন বলে মন্তব্য করেছেন তিনি।

পুলিশ তদন্ত করে দেখছে, তিনি ড্রাগের নেশা করতেন কিনা।