নয়াদিল্লি: ফুচকা কে আগে খাবে, তাই নিয়ে সামান্য বচসা! তারপর হাতাহাতি! আর তারপর পিটিয়ে খুনই করে ফেলা হল এক যুবককে। এই গোটা ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভিতে।
ঘটনাস্থল দিল্লির স্বরূপনগর। ঘটনাটি ৪ অগাস্টের। ফুচকা খেতে এসেছিলেন পেশায় মোটর মেকানিক, ইরফান নামে এক যুবক। তখনই হাজির হয় আরও দুই যুবক। কে আগে ফুচকা খাবে, তা নিয়ে শুরু হয় বিবাদ।
তারপরই রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয় ইরফানকে। লাথি থেকে ঘুষি-- বাদ যায়নি কোনও কিছুই! এভাবেই প্রকাশ্য রাস্তায় চলতে থাকে আইন হাতে তুলে নেওয়ার খেলা। এরপর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আক্রান্তের। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই যুবকের ওপর চড়াও হওয়ার আগে একটি দোকানে দাঁড়িয়ে মদ কিনছিলেন সুনীল। সেই ছবি দেখেই সুনীলকে চিহ্নিত করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা।
ফুচকা খাওয়া নিয়ে বচসার জেরে পিটিয়ে খুন!
Web Desk, ABP Ananda
Updated at:
26 Aug 2016 02:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -