পুদুচেরি: দুষ্কৃতীদের দুঃসাহসিক তাণ্ডব। পুদুচেরিতে ১৭ বছরের এক কিশোরকে খুন করে পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ুর একটি থানার মধ্যে ছুঁড়ে দিয়ে পালাল দুষ্কৃতীদের দল।
মৃতের পরিচয় জানা গিয়েছে। তার নাম স্বেথান। পুদুচেরির বাহুর গ্রামে একটি হ্রদে তার দেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার তদন্তে নেমে থানার আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ২০-২৪ বছর বয়সী তিন যুবককে গ্রেফতার করেছে।
ধৃতদের জেরা করে জানা গেছে, সান্থমকে গতকাল রাতে পুদুচেরির বাহুরে গলা কেটে হত্যা করে ধৃতদের মধ্যে একজন। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন।
এরপর কাটা মাথা একটি ব্যাগে ভরে বাইকে চেপে এসে কুড্ডালোরের রেড্ডিচাভাবড়ি থানা চত্বরে ছুঁড়ে দিয়ে তারা পালিয়ে যায়।
কিশোরকে খুন করে কাটা মাথা থানার মধ্যে ছুঁড়ে পালাল দুষ্কৃতীরা
ABP Ananda, web desk
Updated at:
11 May 2017 09:49 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -