শ্রীনগর: প্রাক্তন প্রেমিকার ছবি বিকৃত করে তাঁকে নিরাপত্তারক্ষীদের চর বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করার দায়ে গ্রেফতার করা হল এক যুবককে। ধৃত যুবকের নাম আবরার আহমেদ মান্টো। সে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার হাটমুরা অঞ্চলের বাসিন্দা। প্রাক্তন প্রেমিকার ছবি বিকৃত করার দায়ে মান্টোর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-ডি ও ৫০৬ আরপিসি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ মাসের ৭ তারিখ মান্টোর বিরুদ্ধে বারামুলা থানায় অভিযোগ দায়ের করেন তাঁর প্রাক্তন প্রেমিকা। তাঁর অভিযোগ, ছবি বিকৃত করে তাঁকে নিরাপত্তারক্ষীদের চর বলে প্রচার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছবির অপব্যবহারের ফলে তিনি বিপন্ন বোধ করছেন। এই অভিযোগের ভিত্তিতেই মান্টোকে গ্রেফতার করা হয়েছে। ছবি বিকৃত করার প্রমাণও মিলেছে।