আইস পিক দিয়ে ২৫ বার আঘাত, মৃত্যু যুবকের
Web Desk, ABP Ananda | 05 Dec 2016 03:47 PM (IST)
নয়াদিল্লি: আইস পিক(বরফ টুকরো করার ছুরি) দিয়ে হামলা, মৃত্যু যুবকের। দক্ষিণপূর্ব দিল্লির সঙ্গম বিহার এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম ফিরোজ(১৯)। পেশায় তিনি মোটর মেকানিক। হঠাত্ই তাঁর ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। ২৫ বার আইস পিক দিয়ে মারা হয় তাঁকে। হামলার পর সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ফিরোজকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন অভিযুক্তদের আটক করা হয়েছে। জেরা করা হচ্ছে তাদের। কী কারণে এরকম নৃশংস ঘটনা, সে ব্যাপারেও চলছে জিজ্ঞাসাবাদ।