পটনা: সোমবার জনতার দরবার চলাকালীন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে লক্ষ্য করে চপ্পল ছোঁড়ার জন্য গ্রেফতার হওয়া যুবক মঙ্গলবার জামিন পেলেন। থানা থেকেই তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।


 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মাধ্যমিক পাশ করার পর আইটিআই থেকে ফিটারের কাজের প্রশিক্ষণ নিয়েছেন। তবে এখন তিনি বেকার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগুন জ্বালানো নিষিদ্ধ করার সরকারি নির্দেশের প্রতিবাদেই তিনি মুখ্যমন্ত্রীর দিকে চপ্পল ছোঁড়েন।

 

সোমবার প্রথমে শোনা গিয়েছিল, ওই যুবক চপ্পল ছোঁড়ার আগেই তাঁকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। যদিও স্বয়ং নীতীশ বলেছেন, চপ্পলটি তাঁর বুকের ডানদিকে লেগেছিল। কিন্তু পরে তিনিই পুলিশের ডিরেক্টর জেনারেলকে ফোন করে ধৃত যুবককে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।