নয়াদিল্লি: উত্তরপ্রদেশের আলিগড়ের ইসলামিক মিশন স্কুলে নায়ক হিসেবে দেখানো হচ্ছে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েককে। ওই স্কুলের পড়ুয়াদের ‘ইলম-উন-নাফে’ নামে একটি বই দেওয়া হয়েছে। সেই বইয়ের ২০ নম্বর পাতায় ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে জাকিরকেও দেখা যাচ্ছে। ওই স্কুলই এই বই ছাপিয়েছে। স্কুলটির মালিক কোনেন কৌসরই বইটি লিখেছেন। তাঁর দাবি, এই বই পড়ে পড়ুয়াদের সাধারণ জ্ঞান বাড়বে। আলিগড়ের প্রাথমিক শিক্ষা বিভাগ জানিয়েছে, এ বিষয়ে স্কুলটিকে নোটিস পাঠানো হয়েছে। স্কুলটির অনুমোদন বাতিল করা হবে।


ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাকিরের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের উৎসাহ দেওয়ার অভিযোগ উঠেছে। ২০১৬ সালে দেশ ছেড়ে পালান জাকির। তিনি এখন মালয়েশিয়ায় আছেন এবং সে দেশের নাগরিকত্বও পেয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। জাকির ও তাঁর সংস্থার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনআইএ, ইডি।

এরকম একজন বিতর্কিত ব্যক্তিকে কেন স্কুলের বইয়ে নায়ক হিসেবে দেখানো হচ্ছে? এই প্রশ্নের জবাবে স্কুলের দাবি, দু’বছর আগে যখন এই বই ছাপা হয়েছিল, তখন জাকিরের বিরুদ্ধে কোনও মামলা ছিল না। কিছুদিনের মধ্যেই নতুন বই ছাপানো হবে।