নয়াদিল্লি: বাংলাদেশের গুলশনে নারকীয় হামলার ঘটনায় জড়িত এক জঙ্গি ইসলামি প্রচারক জাকির নায়েকের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বলে অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জোরাল হয়েছে। এবার পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার মুখোশ সংগঠন হিসেবে পরিচিত জামাত-উদ-দাওয়া এবং জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-এর ওয়েবসাইটে যোগাযোগের অভিযোগ খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলি। উল্লেখ্য, জামাতের নেতা হাফিজ সইদ মুম্বই হামলার মূল চক্রী। এই যোগাযোগের বিষয়ে তদন্তের আর্জি জানিয়ে ইতিমধ্যেই মহারাষ্ট্র পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বেশ কিছু পিটিশন জমা পড়েছে। সূত্রের খবর, জামাত-উদ-দাওয়ার ওয়েবসাইট আর্কাইভ পেজে ক্লিক করলেই আল-হুদা ইন্টারন্যাশনাল ও জামাত-উদ-দাওয়া উর্দু ওয়েবসাইয়ের মতো বেশ কয়েকটি লিঙ্ক পাওয়া যায়। মেন পেজে যে ৯ টি লিঙ্ক রয়েছে তার মধ্যে একটি জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওয়েবসাইটের লিঙ্ক। জামাতের ওয়েবসাইটের লিঙ্কে ধর্মীয় বিষয়ক পড়াশোনার একটি উত্স হিসেবে জাকিরের মুম্বইয়ের সংস্থা তালিকাভুক্ত রয়েছে। সূত্রের খবর, এই লিঙ্ক-ই তদন্তের বিষয়বস্তু।
২০০৮-এর মুম্বই হামলার পর ভারতে জামাতের ওয়েবসাইট নিষিদ্ধ হয়। ভারচুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন)-এর মাধ্যমে ওই ওয়েবসাইট খুলে লিঙ্ক সংক্রান্ত তথ্যটি প্রকাশ্যে এসেছে।
এছাড়াও জানা গিয়েছে, ২০০৬-এর মুম্বইয়ে ট্রেনে বিস্ফোরণে দুই অভিযুক্ত তদন্তকারীদের জানিয়েছে যে, তারা জাকিরের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল। উল্লেখ্য, এই হামলায় ১৬৭ জনের মৃত্যু হয়েছিল। হামলায় অন্যতম অভিযুক্ত রাহিল শেখ মুম্বইয়ে জাকিরের অফিসেও গিয়েছিল বলে দাবি করা হয়েছে। এই হামলায় অপর অভিযুক্ত ইরফান দেশমুখ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-এর লাইব্রেরিয়ান ছিল বলে অভিযোগ।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এক সরকারি আধিকারিক বলেছেন, সন্ত্রাসের সঙ্গে জাকির বা তাঁর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে সরাসরি যুক্ত করা যায়, এমন কোনও তথ্য নেই। কিন্তু তাঁর ভাষণ বিশ্বের বিভিন্ন প্রান্তের সন্ত্রাসবাদীদের অনুপ্রাণিত করছে বলে মনে করা হচ্ছে। এখন তো বিভিন্ন প্রশ্নও উঠছে। জামাত বা লস্কর কেন তাদের ওয়েবসাইটে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওয়েবসাইটের লিঙ্ক কেন দেওয়া রয়েছে? কেনই বা তাঁর ভাষণ সন্ত্রাসবাদীরা শুনছে বা প্রচার করছে? এই সমস্ত প্রশ্নগুলি খুবই উদ্বেগজনক বলে জানিয়েছেন ওই আধিকারিক।
ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস পিস টিভি ও অনলাইনে জাকিরের বক্তৃতা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিজেপি সাংসদ মহেশ গিরিও জাকিরের সংস্থা ও টেলিভিশন চ্যানেলের আর্থিক বিষয়ে তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখেছেন।
হাফিজের সংগঠন জামাতের ওয়েবসাইটে জাকিরের সংস্থার লিঙ্ক?
ABP Ananda, web desk
Updated at:
08 Jul 2016 02:33 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -