মুম্বই: বিতর্কিত ইসলামিক ধর্মপ্রচারক জাকির নায়েকের সংস্থার এক কর্মী সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করল মুম্বই পুলিশ।
কেরলের নিখোঁজ বাসিন্দা জনৈক আশফাকের বাবার অভিযোগের ভিত্তিতে গতকাল নাগপড় পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে। এই তালিকায় রয়েছে নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-এর কর্মী আরশাদ কুরেশি, রিজওয়ান খান।
এছাড়া আরও ২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সকলের বিরুদ্ধেই বেআইনি কার্যকলাপ রোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধির ১২০(বি) ধারা আরোপ করা হয়েছে।
এরমধ্যে, আইএস জঙ্গিগোষ্ঠীতে এদেশের যুবকদের নিয়োগ করার অভিযোগে কুরেশি ও খানকে আগেই গ্রেফতার করেছিল কেরল পুলিশ।
মারিয়ম নামে কেরলের এক মহিলা আচমকা নিখোঁজ হওয়ার পর তার ভাই এবিন জেকব পুলিশে রিপোর্ট লেখান। তিনি জানান, তাঁর বোনের স্বামী বেস্টিন ও কুরেশি ইসলাম ধর্ম গ্রহণ করে আইএস-এর হয়ে লড়াই করার জন্য তাঁর ওপর চাপ দিত। জানা যায়, স্বামীকে নিয়ে মারিয়ম আইএস-এ যোগ দিতে সিরিয়া গিয়েছে। তদন্তে উঠে আসে কুরেশির নাম।
পুলিশ জানতে পারে, সে মুম্বইতে রয়েছে। এরপর গত ২১ জুলাই, যৌথ অভিযানে কুরেশিকে গ্রেফতার করে কেরল ও মহারাষ্ট্র পুলিশ এটিএস। একইভাবে, আশফাকের বাবাও ছেলের নিখোঁজ হওয়ার ডায়েরি করেন। কেরল থেকে নিখোঁজ হওয়া ২১ জন যুবাদের মধ্যে ছিলেন আশফাক, যাঁরা সম্ভবত আইএস-এ যোগ দিয়েছেন বলে সন্দেহ। অন্যদিকে, ঠাণে জেলার কল্যাণ থেকে পরের দিনই খানকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, জাকির নায়েক সংক্রান্ত যাবতীয় তথ্য ও তদন্ত রিপোর্ট মহারাষ্ট্র স্বরাষ্ট্র দফতরের কাছে পাঠিয়েছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, সেই রিপোর্ট এবার যাবে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশের কাছে যাবে। তারপর জাকিরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তার সিদ্ধান্ত নেওয়া হবে।
আইসিস: জাকির সহযোগী সহ ৪ জনের বিরুদ্ধে মামলা মুম্বই পুলিশের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Aug 2016 12:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -