নয়াদিল্লি: খুব শীঘ্রই বিতর্কিত ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-কে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে কেন্দ্র।
এই মর্মে একটি খসড়া বিলও তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, ওই বিলে আইআরএফ-কে বেআইনি কার্যকলাপ রোধ আইন (ইউএপিএ) অনুযায়ী বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হবে।
সূত্রের খরব, কেন্দ্রীয় তদন্তে উঠে এসেছে, এই সংগঠনের সঙ্গে জাকির নায়েকের পিস টিভির যোগাযোগের প্রমাণ মিলেছে। প্রসঙ্গত, এই চ্যানেলের বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্রচার করার অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্যকে হাতিয়ার করে ওই খসড়া বিলে আরও বলা হয়েছে যে, এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাথা জাকির নায়েক বিভিন্ন সময়ে বহু উস্কানিমূলক বক্তৃতা পেশ করেছেন।
যুবকদের মৌলবাদে উদ্বুদ্ধ করে তাদের জঙ্গি কার্যকলাপে প্রলুব্ধ করার অভিযোগে ইতিমধ্যেই নায়েকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশ।
শুধু তাই নয়, বিদেশ থেকে মেলা আইআরএফ-এর তহবিল থেকে প্রচুর পরিমাণ অর্থ পিস টিভিতে পাঠানোর অভিযোগও উঠেছে জাকিরের বিরুদ্ধে। সেই টাকা দিয়ে সেখানে আপত্তিকর অনুষ্ঠান করেন জাকির বলে উঠে এসেছে।
অভিযোগ, ওই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সব মুসলিমদের জঙ্গি হওয়ার আহ্বান করতেও দেখা গিয়েছে জাকিরকে। একইসঙ্গে, জাকিরের তত্বাবধানে চলা দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপরও নজর রাখা হয়েছে।
কেন্দ্রীয় সূত্রের খবর, অনুমোদনের জন্য শীঘ্রই ওই খসড়া বিলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে পেশ করা হবে।
শীঘ্রই নিষিদ্ধ হতে পারে জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংগঠন
Web Desk, ABP Ananda
Updated at:
27 Oct 2016 07:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -