নয়াদিল্লি: জিয়োক্স তাদের নয়া ফিচার ফোন জিয়োক্স X7 ও জিয়োক্স X3 বাজারে নিয়ে এল। এই দুটি ফোনই খুব সস্তা এবং সেগুলি ডুয়েল সিম সাপোর্ট করে। জিয়োক্স X7-এর দাম ৮৯৯ টাকা এবং জিয়োক্স X3-র দাম ৮৭৫ টাকা।
জিয়োক্সের এই দুটি ফোনেই রয়েছে নিউমেরিক কি প্যাড এবং ২২ টি ভাষাকে সাপোর্ট করে। জিয়োক্স X3 ও জিয়োক্স X7- দুটি ফোনেই অটো কল রেকর্ডিং, প্রাইভেসি লকের মতো ফিচার রয়েছে।
দুটি ফোনেই রয়েছে ১.৮ ইঞ্চি ডিসপ্লে, ওয়ারলেস এফএম, প্রিলোডেড গেম। X7-এ রয়েছে 1000mAh , X3-তে 800mAh ব্যাটারি।
দুটি ফোনেই দেওয়া হয়েছে ফ্ল্যাশ সহ রিয়ার ক্যামেরা। এতে রয়েছে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিআরএসের মতো কানেক্টিভিটি। জিয়োক্স X7 কালো, নীল এবং জিয়োক্স X3 হলুদ, নীল, কমলা ও রুপোলি রঙে পাওয়া যাবে।
এর আগে জিয়োক্স তাদের এন্ট্রি লেভেল ৪ জি স্মার্টফোন সিরিজ অ্যাকওয়া বাজারে এনেছিল। এই ফোনের দাম প্রায় ৫০০০ টাকা। ভারতীয় কোম্পানি জিয়োক্স সুলভ দামে ফোন তৈরির জন্য পরিচিত।
বাজারে এল ৮৭৫ ও ৮৯৯ টাকা দামে ডুয়েল সিমের ফিচার ফোন, থাকছে ২২ ভাষার সাপোর্ট, সঙ্গে ক্যামেরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 May 2018 07:29 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -