নয়াদিল্লি: আজ ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, ওরফে জাতীয় কন্যাশিশু দিবস। ২০০৮ সাল থেকে দিনটি পালন করে আসছে ভারত সরকার। এই দিন পালনের উদ্দেশ্য হল, মেয়েদের এখনও পদে পদে যে বাধা পার হতে হয় সে সম্পর্কে মানুষকে সচেতন করা।

শিশুকন্যাদের অধিকার ও তাদের লেখাপড়া শেখানো, স্বাস্থ্য ও পুষ্টির ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য নানা পদক্ষেপ করেছে কেন্দ্র। দেশজুড়ে এ ব্যাপারে নানা অনুষ্ঠান হয়, মূলত হয় সচেতনতা শিবির ও সেমিনার, যেখানে তুলে ধরা হয় শিশু কন্যাদের স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ দেওয়ার কথা। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি এ নিয়ে টুইট করে বলেছেন, আজ প্রত্যেক শিশুকন্যার সাফল্য উদযাপনের দিন। জাতীয় কন্যাশিশু দিবসে চলুন ফের শপথ নিই, আমাদের মেয়েদের যে সব বৈষম্যের মুখোমুখি হতে হয় তা শেষ করব, তাদের সমান সুযোগ দেব। #মেরিবেটিমেরাগর্ব, লিখেছেন তিনি।


একটি ছোট ভিডিও শেয়ার করে স্মৃতি তুলে ধরেছেন মেয়েদের শক্তি ও দৃঢ় সংকল্পের কথা। আর পোস্ট করেছেন নিজের মেয়েদের ছবি।


পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান টুইট করে বলেছেন, মেয়েদের ক্ষমতা দিন, দেশ ক্ষমতাশালী হবে।


আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান টুইট করে জানিয়েছেন ইসরো বিজ্ঞানী মঙ্গলা মণির কথা। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি ৪০৩ দিন আন্টার্কটিকায় কাটিয়েছেন।