নয়াদিল্লি: দেশের টেলিভিশন চ্যানেলগুলির জন্য নয়া নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার (TV Channel Guidelines)। তার জাতীয় ও জনস্বার্থকে বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ টেলিভিশন চ্যানেলগুলি জাতীয় এবং জনস্বার্থের অনুকুল অনুষ্ঠান সম্প্রচারিত করতে বাধ্য থাকবে। 'গাইডলাইন্স ফর আপলিঙ্কিং অ্যান্ড ডাউনলিঙ্কিং অফ টেলিভিশন চ্যানেল ইন ইন্ডিয়া ২০২২' সংশোধিত আইনে এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।
টেলিভিশন চ্যানেলগুলির জন্য নয়া নির্দেশিকা
দেশের সর্বত্র ৯ নভেম্বর থেকে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক (Ministry of Information & Broadcasting) জানিয়েছে, কী ভাবে নির্দেশিকা মানা হবে এবং সেই অনুযায়ী কার্য সম্পাদন করা হবে, তার জন্য টেলিভিশন চ্যানেলগুলিকে কিছুদিন সময় দেওয়া হবে। নয়া নির্দেশিকা অনুযায়ী, ২৪ ঘণ্টায় অন্তত ৩০ মিনিট জাতীয় এবং জনস্বার্থমূলক অনুষ্ঠান সম্প্রচার করতে হবে টেলিভিশন চ্যানেলগুলিকে।
এই নির্দেশিকার আওতায় টেলিভিশন চ্যানেলগুলিকে আট ধরনের বিষয়বস্তু বেছে নেওয়ার সুযোগ দিয়েছে কেন্দ্র। এই নির্দেশিকার আনার ক্ষেত্রে কেন্দ্রের যুক্তি, যে বায়ুতরঙ্গকে ব্যবহার করে অনুষ্ঠান সম্প্রচার করে টেলিভিশন চ্যানেলগুলি, তা আসলে জন সাধারণের সম্পত্তি। তাই দেশ ও সমাজের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে তার ব্যবহার করা উচিত।
আরও পড়ুন: Lalu Prasad Yadav: জোরাজুরিতে কিডনি প্রতিস্থাপনে রাজি হলেন লালু, বাবার জীবন বাঁচাতে এগিয়ে এলেন মেয়ে
কেন্দ্রের তরফে যে লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, বায়ুতরঙ্গ এবং ফ্রিকোয়েন্সি জনগণের সম্পত্তি। তাই জনগণের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখেই তার ব্য়বহার হওয়া উচিত। তাই প্রতিদিন ৩০ মিনিটের জন্য তেমন অনুষ্ঠান সম্প্রচারিত করতে হবে। এ ক্ষেত্রে ১) শিক্ষা ও সাক্ষরতা, ২) কৃষি ও গ্রামীণ উন্নয়ন, ৩) স্বাস্থ্য ও জনকল্যাণ, ৪) বিজ্ঞান ও প্রযুক্তি, ৫) নারীকল্যাণ, ৬) অনগ্রসর শ্রেণির কল্যাণ, ৭) পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্যের নিরাপত্তা এবং ৮) জাতীয় অখণ্ডতার মতো বিষয়কে রাখতে হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র বলেন, "সম্প্রচারক এবং বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনাতেই বিষয়টি ঠিক হয়েছে। কোন সময়ে ওই বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা যাবে, কবে থেকে করতে হবে, সেই সংক্রান্ত চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে শীঘ্রই।" নিয়ম কার্যকর হয়ে গেলে টেলিভিশন চ্যানেলগুলির উপর নজরদারি চালানো হবে এবং কোথাও কোনও রকমের নিয়ম লঙ্ঘন চোখে পড়লে পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। আগে থেকেই এই সংক্রান্ত বিষয় নির্ভর চ্যানেল যে রয়েছে, সেগুলিকে বাদ দিয়ে সব চ্যানেলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে কেন্দ্র। বন্যপশুর কর্মকাণ্ড নিয়ে যে সমস্ত চ্য়ানেল রয়েছে, বিদেশি চ্যানেল এবং খেলার চ্যানেলও এই নিয়মের বাইরে থাকবে।
নিয়ম মানতে বাধ্য প্রত্যেক চ্যানেল, জানাল কেন্দ্র
এর পাশাপাশি কেন্দ্র জানিয়েছে, আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কের ক্ষেত্রেও নিয়ম সংশোধন করা হয়েছে। আর আগে থেকে অনুমতি নিতে হবে না চ্যানেলগুলিকে। অর্থাৎ সরাসরি বিদেশি চ্যানেলগুলির আপলিঙ্ক করতে পারবে ভারতীয় চ্যানেলগুলি। এ ছাড়াও একাধিক রদবদল ঘটানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই নির্দেশিকায় অনুমোদন দিয়েছে।